ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, ভোগান্তিতে যাত্রীরা
Another suicide attempt in the metro, passengers suffer

Truth Of Bengal : ফের ব্যস্ত সময় মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। ঘটনাটি ঘটেছে সত্যজিৎ রায় মেট্রো স্টেশন। এই ঘটনার জেরে স্বাভাবিকভাবে রুবি থেকে কবি সুভাষগামী মেট্রো পরিষেবা বন্ধ থাকে। এই ঘটনা ছেড়ে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। এই ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যে পরিষেবা আবারও চালু করা হয়।
সূত্রের খবর, বুধবার সকাল ৯:৩২ মিনিটে এক যুবক সত্যজিৎ রায় মেট্রো স্টেশনের লাইনে হঠাৎ ঝাঁপ দেয়। এই ঘটনার সাথে সাথে তড়িঘড়ি উদ্ধার করা হয় ওই যুবককে। উদ্ধার করে ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এইদিকে এই ঘটনার জেরে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। এছাড়াও এই ঘটনার জেরে প্রবল সমস্যায় পড়েন যাত্রীরা।
তবে কেউ কেউ বিকল্প পথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করেন। কেউ আবার অপেক্ষা করেন মেট্রো পরিষেবা স্বাভাবিক হওয়ার জন্য। যদিও বা কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয়েছে পরিষেবা। উল্লেখ্য, চলতি বছরে বেশ কয়েকবার আত্মহত্যার খবর প্রকাশ্যে এসেছে। এখনো সেটি নেতাজি ভবনে অথবা কখনো যতীন দাস পার্ক স্টেশনে এই রকম ঘটনা ঘটেছে।
এই কিছুদিন আগে যতীন দাস মেট্রো স্টেশনে আত্মঘাতী হয় এক ব্যক্তি। যার জেলে কবি সুভাষ থেকে দমদমদামী লাইন প্রায় ঘন্টাখানেক এর জন্য বিঘ্নিত হয়েছিল।