রাজ্যের খবর

ফের অজানা জ্বরের বলি এক গৃহবধূ

A housewife is victim of unknown fever again

The Truth Of Bengal: ডেঙ্গু’তে আক্রান্ত হয়ে কলেজ পড়ুয়ার মৃতুর পর ফের অজানা জ্বরের বলি এক গৃহবধূ। সামসেরগঞ্জ জুড়েই বাড়ছে চিন্তা। আতঙ্ক এলাকা জুড়ে। দিন দুয়েক আগে সামসেরগঞ্জের মধ্যে চাঁচন্ড গ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারাযান এক কলেজ পড়ুয়া, আর ফের চাঁচন্ড এলাকার রামেশ্বরপুর গ্রামে অজানা জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন এক গৃহবধূ। যদিও পরিবারের দাবি ডেঙ্গু’তে আক্রান্ত হয়ে মারা গেছেন ওই গৃহবধূ ।আতঙ্ক এলাকায়।

পরিবার সূত্রে জানা যায়, মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ব্লকের চাচন্ড এলাকার রামেশ্বরপুর গ্রামের গৃহবধূ এলিনা খাতুন, দিন দুয়েক আগে অজানা জ্বরে আক্রান্ত হয়, প্রথমে সাধারণ জ্বর ভেবে গ্রামের কফ ডাক্তারের কাছে চিকিৎসা করান। অবস্থার কোন রকম সুফল না পেয়ে বৃহস্পতিবার রাতে তড়িঘড়ি ভর্তি হন সুতির মহেশাইল হাসপাতালে, অবস্থার অবনতি দেখে জঙ্গিপুর হাসপাতালে রেফার করা হয়। জঙ্গিপুর হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তার।কান্নায় ভেঙে পড়ে পরিবার।শোকচ্ছন্ন গোটা গ্রাম।

পরিবার সূত্রে আরো জানা যায়, এলিনা খাতুনের রয়েছে ছোট ছোট ৫ ছেলে দুই মেয়ে, স্বামী আবার পরিযায়ী শ্রমিক কাজের ক্ষেত্রে রয়েছে ওড়িশায়। এদিকে মাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন ছোট ছোট শিশু সন্তানরা, সরকারের কাছে সাহায্যর কাতর আর্জি জানিয়েছেন ওই পরিবার। সামসেরগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ পড়ূয়ার মৃত্যুর পর, ফের চাচন্ড এলাকারই মহেশ্বরপুর গ্রামের গৃহবধূ অজানা জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুতে প্রশাসনের প্রতি উদাসীনতার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ স্থানীয়’দের।

Related Articles