দেশ
সাত সকালে সিকিমে ভূমিকম্প,কাঁপল উত্তরবঙ্গের একাধিক জায়গা
Earthquake in Sikkim at seven in the morning, shook several places in North Bengal

The Truth Of Bengal: সাত সকালে কেঁপে উঠলো উত্তরবঙ্গ। রিখটার স্কেলে ভূমিকম্প ধরা পড়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাদাং থেকে প্রায় ২৯ কিলোমিটার দূরে।
সূত্রের খবর, গোটা সিকিম জুড়ি এই ভূমিকম্প অনুভব হয়েছে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরতা এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, শুক্রবার সকাল ৬টা ৫৮ মিনিটে জলপাইগুড়ির শহরসহ ডুয়ার্সের বিভিন্ন এলাকায় ২ সেকেন্ডের জন্য এই কম্পন অনুভব করা হয়।
বর্তমানে উত্তরবঙ্গে টানা দুর্যোগের ফলে পাহাড়ের মাটি আলগা হয়ে আছে। এর মধ্যে আবার ভূমিকম্পের ফলে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এর আগে ভূমিকম্পের ফলে সিকিমে বহু মানুষ মারা যান।