কলকাতারাজনীতিরাজ্যের খবর

রাজ্য মন্ত্রিসভায় রদবদল করলেন মুখ্যমন্ত্রী, কয়েকজন পেলেন অতিরিক্ত দায়িত্ব

The chief minister distributed several offices in the cabinet, some got additional responsibilities

The Truth Of Bengal: রাজ্য মন্ত্রিসভায় বেশ কিছু দপ্তর বন্টন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকজন মন্ত্রীকে অতিরিক্ত দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী। নতুন সেচ মন্ত্রী হলেন মানস ভুঁইয়া।

জল সম্পদ ও উন্নয়ন দফতরের সঙ্গে সেচ দপ্তরের দায়িত্ব সামলাবেন তিনি। এই দপ্তরের দায়িত্বে ছিলেন পার্থ ভৌমিক। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে তিনি সংসদে গিয়েছেন। এতদিন এই দপ্তরের দায়িত্ব মুখ্যমন্ত্রী নিজের কাছে রেখেছিলেন। রাজ্য মন্ত্রিসভায় চন্দ্রিমা ভট্টাচার্যের দায়িত্ব বাড়লো।

অতিরিক্ত হিসাবে পেলেন পরিবেশ দফতর। দফতর বদল হল গুলাম রব্বানীর। তিনি পরিবেশ দপ্তরের দায়িত্বে ছিলন। অচিরাচরিত শক্তি দফতরের দায়িত্বে এলেন তিনি। রাজ্য মন্ত্রিসভায় গুরুত্ব বাড়লো বাবুল সুপ্রিয়র। বাবুল সুপ্রিয়ো তথ্যপ্রযুক্তি দপ্তরের দায়িত্বে ছিলেন। অতিরিক্ত পেলেন শিল্প পূনর্গঠন দফতর।

Related Articles