আন্তর্জাতিক

হাসিনা সরকারের পতন! ইস্তফা দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, বোনকে নিয়ে ছাড়লেন দেশ

Sheikh Hasina resigned, left the country with her sister

The Truth Of Bengal: বাংলাদেশের তুমুল অশান্তির জেরে ইস্তফা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বোন রেহানাকে নিয়ে তিনি ‘গণভবন’ ছেড়েছেন বলে খবর। তাঁকে কপ্টারে করে ‘নিরাপদ’ আশ্রয়ের উদ্দেশে পাঠানো হচ্ছে। সূত্রের খবর, বাংলাদেশে সেনার অধীনে তদারকি সরকার গঠিত হতে পারে। বাংলাদেশের সেনাবাহিনীর তরফে প্রধানমন্ত্রী হাসিনাকে সময় বেঁধে দেওয়া হয় ইস্তফা দেওয়ার জন্য। সূত্রের খবর, তিনি বর্তমানে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এছাড়া জানা যাচ্ছে স্থানীয় সময় বিকেল তিনটের সময় জাতির উদ্দেশে ভাষন দেবেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান।

সূত্রের খবর, সেনা প্রধানের সাথে বৈঠকের পর দেশ ছাড়লেন শেখ হাসিনা। সেনা প্রধানের নির্দেশ মেনে তিনি দেশ ছাড়েন।  দেশ ছাড়ার জন্য ৪৫ মিনিট সময় দেওয়া হয়েছিল তাঁকে। তিনটি দেশের নাম প্রস্তাব দেওয়া হয়েছিল তাঁকে।

উল্লেখ্য, বর্তমানে বিক্ষোভ-প্রতিবাদের আগুনে ফুটছে বাংলাদেশ। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্তফার দাবিতে কাতারে কাতারে মানুষ নেমেছেন পথে। গণ আন্দোলনের মুখে রাস্তা থেকে সরে গেল সেনাবাহিনীও। আন্দোলনকারীদের দখলে ঢাকার রাজপথ।

 

Related Articles