
The Truth Of Bengal: এ বারের অলিম্পিক্সে ব্যাডমিন্টন বিভাগে একের পর এক প্রতিযোগী বিদায় নিয়েছেন। সেখানে মনে করা হয়েছিল লক্ষ্য সেন লক্ষ্য ভেদ করে সফল হবেন। দেশবাসীরও লক্ষ্যের পদকের প্রতি প্রত্যাশা ছিল । কারণ এর আগে বিদায় নিয়েছেন পিভি সিন্ধু, এইচ এস প্রণয়, চিরাগ-সাত্বিক জুটি। একে একে সব দেউটি নিভেছে । আশা দেখাচ্ছিলেন লক্ষ্য সেন । গোটা প্রতিযোগিতায় ভালো পারফর্ম করলেও শেষ পর্যন্ত তীরে এসে যেন তরী ডুবল । পারলেন না লক্ষ্য সেন। লক্ষ্য সেন মুখোমুখি হয়েছিলেন ভিক্টর অ্যাক্সেলসেনের ।
যিনি এই মুহূর্তে বিশ্বের দু’নম্বরে রয়েছেন । অপরদিকে ভারতীয় প্রতিযোগি লক্ষ্য সেন রয়েছেন ১৯ নাম্বরে। লড়াইটা কঠিন হলেও দেশবাসীর প্রত্যাশার পাহাড় তাকে নিয়ে গড়ে উঠেছিল । ভিক্টর অ্যাক্সেলসেন রিও অলিম্পিকসে ব্রোঞ্জ জয়লাভ করেছিলেন টোকিও তে সোনা জয়লাভ করেন। টানা দ্বিতীয় বারের জন্য সোনা জয়ের লক্ষ্যে এগিয়ে গেলেন ভিক্টর। তাঁর সামনে লক্ষ্যকে যে ম্যাজিক করতে হবে তা একেবারে স্পষ্ট ছিল লক্ষ্যের সামনে। আজ সেমিফাইনালে হারের ফলে সোনা রুপোর স্বপ্ন ভঙ্গ হয়েছে ভারতীয় প্রতিযোগীর। ১৪০ কোটি দেশবাসীর আশা ভরসার নাম হয়ে উঠেছিল উত্তরাখণ্ডের এই ২২ বছরের শাটলার । তিনি পারলেন না সোনা রুপোর জয় করতে । তবে এরপর তিনি ব্রোঞ্জ পদকের জন্য নামবেন। পুরুষদের সিঙ্গেলস এর সেমিফাইনালে ডেনমার্কের।অ্যাক্সেলসেনের কাছে স্ট্রেট গেমে তার এদিনের স্কোর দাঁড়ায় ২০-২২, ১৪-২১। ডেনমার্কের প্রতিযোগির বিপক্ষে এদিন লক্ষ্য সেনের ম্যাচ চলল ৫৪ মিনিট। প্রথম গেম হল ২৯ মিনিট , দ্বিতীয় গেম ২৪ মিনিট । এদিন খেলা শেষ হওয়ার পর লক্ষ্য সেন জানান , তাঁর আরও সতর্ক হওয়া উচিত ছিল। প্রতিপক্ষ যে অনেক বেশি শক্তিশালী সেই ব্যাপারটা তার মাথায় ছিল না।
যাই হোক ভুল থেকে তিনি আগামীর শিক্ষা নিচ্ছেন বলে জানালেন । সঙ্গে আরো সংযোজন করে বলেন , ব্রোঞ্জ পদকের জন্য পরের দিনের ম্যাচটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোনা-রূপো না হলেও যদি ব্রোঞ্জ নিয়েও দেশে ফিরতে পারি তা তার কাছে প্রথম অলিম্পিক্সে বড় ব্যাপার হয়ে থাকবে।জীবনের প্রথম অলিম্পিক্সে নেমে দাপটের সঙ্গে পারফর্ম করে সেমিতে জায়গা পাকা করেছিলেন লক্ষ্য। পরপর দুরন্ত পারফরম্যান্স তার । প্রথম ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে সেমিফাইনালে উঠে ইতিহাস লিখেছিলেন। তখনই নিশ্চিত হয়ে গিয়েছিল , সেমি জিতলেই হয় সোনা নয় রুপো জিতবেন । ২০২২ সালে তিনি জয়লাভ করেছিলেন টমাস কাপ। সেই টমাস কাপ যেন তার ভবিষ্যৎ বদলে দেয় । এবার অলিম্পিক্সেও শুরু করেন দাপটের সঙ্গে । লক্ষ্য সেনের পাখির চোখ এবার ব্রোঞ্জ পদক । খেলতে নামবেন মালয়েশিয়ার লিজি জিয়ার বিপক্ষে। ৫ আগস্ট সন্ধে ছয়টা থেকে শুরু হবে ম্যাচ।