গড়বেতায় শিল্পের জন্য জমি দেওয়া নিয়ে ‘অপপ্রচার’, রাজ্যবাসীর স্বার্থে আসল তথ্য দিলেন আলাপন
'Spam' about giving land for industry in Garbeta, Alapan gave real information for the sake of the people of the state

The Truth Of Bengal: : গড়বেতায় শিল্প প্রকল্পের জন্য জমি দেওয়া নিয়ে যে কথা প্রচার করা হচ্ছে,তা একেবারেই ঠিক নয়।এই বিষয়ে রাজ্য সরকার উচিত মূল্যে নিয়ম মেনে জমি দেওয়া হয়েছে।নবান্নে সাংবাদিক সম্মেলনে একথা পরিষ্কার করে দেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। ক্যাপ্টেন ইনডাস্ট্রিজ লিমিটেডকে ৩০কোটি ৪৬লক্ষ ৫০হাজার টাকার বিনিময়ে ২৪২.৪৩একর জমি দেওয়া হয়েছে এবং বেরি অ্যালোয় লিমিটেডকে ১২কোটি ১৮লক্ষ ৬০হাজার টাকার বিনিময়ে দেওয়া হয়েছে ৭৫.৬২একর জমি।
শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে্ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘‘পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় শিল্পের জন্য জমি বন্দোবস্ত দেওয়ার প্রশ্নে কিছু ভিত্তিহীন, বিভ্রান্তিকর, অসত্য সংবাদ প্রচার করা হচ্ছে কিছু সংবাদমাধ্যমে, যা নিয়ে রাজ্য সরকার সঠিক তথ্য জানাতে চায়।’’ মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পরিসংখ্যান দিয়ে বলেন, ‘‘ বেরি অ্যালায় লিমিটেড, ক্যাপ্টেন ইন্ডাস্ট্রি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড গড়বেতায় যথাক্রমে ২৪২ একর এবং ৭৫.৬২ একর জমির ডিড রেজিস্ট্রেশন পেয়েছে। পুরোটাই উপযুক্ত মূল্য নিয়ে জমি সংক্রান্ত সরকারি নীতি মেনে পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগম করেছে বলেও আলাপন বন্দ্যোপাধ্যায় জনস্বার্থে পরিষ্কার করে দেন।
উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বর মাসে মুখ্যমন্ত্রীর স্পেন সফরে সঙ্গী হয়েছিলেন সৌরভ। সেখানেই সৌরভ বাংলায় ইস্পাত কারখানা তৈরির ঘোষণা করেছিলেন। সে জন্য তাঁকে গড়বেতায় জমি দেয় রাজ্য সরকার। শিল্পের স্বার্থেই যে সমস্ত নিয়ম মেনে পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগম জমি হস্তান্তরের কাছে এগিয়ে গেছে তা শিল্প মহলের কাছেও বাংলার সরকার বার্তা দিল বলা যায়।