রাজ্যের খবর

জমির দুর্নীতি রুখতে এবার লোকেশন ট্যাগ, রাজ্য সরকার আনছে নতুন সফটওয়্যার

To prevent land corruption, this time location tag, state government is bringing new software

The Truth Of Bengal: জেলায় জেলায় জমি দুর্নীতি ও জমির পরিমানে গরমিল নিয়ে অভিযোগ উঠে আসছে ভুরি ভুরি। এবার এই দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করল নবান্ন। এবার সমস্ত জমি ও প্লটের জিপিএস লোকেশন ট্যাগ করবে পশ্চিমবঙ্গ সরকারের ভূমি রাজস্ব দফতর। একটি স্পেশাল সফটওয়্যার তৈরী করা হবে রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দফতরের জন্য। কোন জমির পরিমাণ কত, কোন অঞ্চলের অন্তর্ভুক্ত, সব তথ্যই এবার দফতরে বসে এক ক্লিকে পাওয়া যাবে।

প্রত্যেক জেলায় বিভিন্ন জমির পরিমান ধরে প্লট ভিত্তিক জিপিএস লোকেশন ট্যাগ করা হবে। জেলার সরকারি আধিকারিকদের পাশাপাশি কয়েকটি এজেন্সিকেও দায়িত্ব দেওয়া হবে বলে নবান্ন সূত্রে খবর। আগামী দুই বছরের মধ্যেই এই কাজ শেষ করতে চায় ভূমি ও ভূমি রাজস্ব দফতর। জমি নিয়ে যে কোন রকম দুর্নীতি রুখতেই রাজ্যের তরফে এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে খবর। রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দফতরের তরফে জেলাগুলিকে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Related Articles