দেশ

বন্যা বিধ্বস্ত ওয়েনাড়ের এক গুহা থেকে উদ্ধার হল গোটা পরিবার

The entire family was rescued from a cave in the flood-ravaged Waynad

The Truth of Bengal: লাগাতার বর্ষণ ও ভূমিধসে কার্যত মৃত্যু পুরীতে পরিণত হয়েছে ওয়েনাড় । ইতিমধ্যে ৩০০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর সামনে আসছে। সেনাবাহিনী উদ্ধারকাজ জারি রেখেছে বিগত চার দিন ধরে। যদিও বর্ষণ এবং ধ্বসের ফলে উদ্ধার কাজ ব্যাহত হলেও চেষ্টা জারি আছে সেনাবাহিনীর। এর মধ্যে দুঃসাহসিকভাবে বনদপ্তরের তরফ থেকে উদ্ধার কাজে নামা হয়েছে। এক গুহা থেকে এক পরিবারের বেশ কয়েকজনকে উদ্ধার করেছে বনদপ্তর।

৮ ঘন্টার দুঃসাহসিক যাত্রা করে দুর্গম পার্বত্য অঞ্চল থেকে ৪ শিশুসহ এক আদিবাসী পরিবারকে উদ্ধার করেছে বনদপ্তর। তারা ওই দুর্গম জায়গায় এতদিন ধরে বেঁচে ছিলেন কষ্ট করে। সেভাবে কোনো খাওয়া-দাওয়া জোটে নি । বনদপ্তর যেভাবে দুঃসাহসিক অভিযান করে ওই পরিবারকে উদ্ধার করেছে গুহা থেকে তাকে সাধুবাদ জানিয়েছে কেরলের মুখ্যমন্ত্রী পিনারা্ই বিজয়ন। চার শিশুসহ ১ আদিবাসী মহিলাকে উদ্ধার করা হয়েছে।

ফরেস্ট অফিসার হাসিস জানান ওই পরিবার তানিয়া জনগোষ্ঠীর দ্বারা মূলত সাধারণ মানুষ থেকে দূরে থাকতে ভালোবাসেন এবং মূলত গুহাতেই বসবাস করেন। তো প্রবল বৃষ্টি ধসের ফলে তারাও বাইরে বের হতে পারেননি দিন কয়েক ধরে কোন খাওয়া দাওয়া জোটেনি। যদি ফরেস্ট অফিসাররা সেখানে না পৌঁছতেন তাহলে অনাহারে আরও বেশ কয়েকদিন দিন কাটাতে হতে পারতো বলে ফরেস্ট অফিসার জানিয়েছেন। অথচ মা সহ চার শিশু সকলেই সুস্থ আছেন নিরাপদ জায়গায় আছেন।

Related Articles