প্রিয়াঙ্কার মেয়ে রুটি বানিয়ে মুহূর্তের মধ্যে ভাইরাল
Priyanka's daughter made bread and went viral in no time

The Truth Of Bengal: দ্য ব্লাফ-এর শুটিংয়ের সুবাদে সময় পেলেই প্রিয়াঙ্কা চোপড়া অস্ট্রেলিয়ায় নিজের মতো করে খানিক সময় কাটাচ্ছেন । প্রিয়াঙ্কা তাঁর সময় কাটানোর মুহূর্তগুলোর সাথে সাথে নিজের অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন তাঁর অনুরাগীদের সাথে।মেয়ে মালতীর সঙ্গে সুন্দর সময় কাটানোর মুহূর্তগুলোও ভাগ করে নিয়েছেন প্রিয়াঙ্কা। এর আগে মেয়ে মালতিকে রুটি বানাতেও দেখা গিয়েছে।
এখন দেরি না করে মেয়ের রুটি বানানোর ছবি শেয়ার করেছেন, আর সঙ্গে প্রাথমিক অবস্থাতে রুটি বানানোর আপ্রান চেষ্টার ছবি একটি ‘কান্নার’ ইমোজিো দিয়ে ভাগ করেছেন। নানা কাজের মধ্য দিয়ে তাঁর মেয়ের ধীরে ধীরে বেড়ে ওঠার মুহূর্তগুলো সকলের মন জয় করে নিয়েছে।এর আগে মা তাঁর মেয়েকে হাত শক্ত করে ধরে আছে সেইরকম একটি হৃদয়গ্রাহী মুহূর্ত ক্যামেরাবন্দী হয়।যা দেখলে আনন্দ এবং গর্বে পরিপূর্ণ মায়ের হৃদয় প্রকাশ পায়। প্রিয়াঙ্কা এটিকে একটি ‘অসাধারণ’ মুহূর্ত বলে দাবি করে।
View this post on Instagram
এখন প্রিয়াঙ্কা চোপড়া তাঁর আসন্ন হলিউড ছবি দ্য ব্লাফের শুটিংয়ে সময় দিচ্ছেন। শুটিং শুরুর পর সেট থেকেই প্রিয়াঙ্কা নিয়মিত তাঁর ভক্তদের সাথে পর্দার পিছনের ঝলক ভাগ করে নিয়েছেন, তাঁর আঘাত লাগার ছবি থেকে শুরু করে,সেটে মেয়ে মালতি মেরি জোনাসের গুনগুন করার মুহূর্ত পর্যন্ত সবটাই। চলচ্চিত্রের জন্য তাঁর মেকআপ এবং কৃত্রিম দ্রব্য প্রদর্শন করার পরে, তারকা এবার সিনেমায় ব্যবহৃত প্রপসের একটি ছবিও শেয়ার করেছেন। প্রিয়াঙ্কা তাঁর আসন্ন চলচ্চিত্র দ্য ব্লাফ- নিয়ে অনেকটাই আশাবাদী। সেখানে তাঁকে কার্ল আরবানের সঙ্গে অভিনয় করতে দেখা যায়।যা প্রাইম ভিডিয়োতে দেখা যাবে। ইতিমধ্যেই প্রিয়াঙ্কার এই নতুন রূপ অনলাইনে বেশ সাড়া ফেলে দিয়েছে। দ্য ব্লাফ ছাড়াও, প্রিয়াঙ্কার আরও বেশ কয়েকটি হলিউডের মতো প্রকল্প রয়েছে, যার মধ্যে জন সিনা এবং সিটাডেল ২-সহ আরও বেশকিছু প্রকল্প যুক্ত রয়েছে।