টানা বৃষ্টির ফলে জলমগ্ন রানাঘাট হবিবপুর গ্রাম
Ranaghat Habibpur village submerged due to continuous rain

The Truth Of Bengal: নদীয়ার রানাঘাট হবিবপুর গ্রাম পঞ্চায়েতের দত্তপাড়া এলাকা এখন সম্পূর্ণ জলমগ্ন, অতি ভারী বর্ষণে জলের তলায় প্রায় দশটি বাড়ি, প্রাণের ঝুঁকি নিয়ে এখন বসবাস করতে হচ্ছে তাদের। যদিও পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় তারা বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়। জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে বিষাক্ত পোকা মাকর, চলাচলের এখন একমাত্র ভরসা এখন কলার ভেলা। স্থানীয়দের দাবি, গত দুদিনের যে অতি ভারী বৃষ্টিপাত তার কারণেই এখন এত দুর্দশা তাদের। ১০ টি পরিবারের ঘরের ভেতরে থাকা আসবাবপত্র কোমর সমান জল ভেঙে উদ্ধার করতে হচ্ছে।
তবে এখনো সব আসবাবপত্র উদ্ধার করা হয়নি, ঘরের ভেতরে চালা সমান জল হয়ে যাওয়ার কারণে নষ্ট হয়ে গেছে ফার্নিচার সহ ইলেকট্রনিক্স বিভিন্ন যন্ত্রাংশ। গোটা এলাকা জলমগ্নের ঘটনায় হবিপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত মেম্বার কনিকা বিশ্বাস বলেন, তিনি ঘটনার খবর পেয়েই পরিবার গুলির পাশে দাঁড়িয়ে ছিলেন। শনিবার জল নিষ্কাশনের জন্য একটি পাম্প বসানো হয়েছে, তাতে সময় সাপেক্ষ। প্রত্যেকটি পরিবারের সদস্যরা সরকারি জায়গায় আশ্রয় না নিলেও উঁচু জায়গায় যে সমস্ত বাড়িগুলি রয়েছে সেখানে এখন তারা আশ্রিত। তবে ঘরছাড়া পরিবার গুলির মহিলারা জানাচ্ছেন, তারা এখন বড়ই অসহায়, বাড়ির শিশু ও বৃদ্ধাবৃদ্ধ দের নিয়ে এখন বড় চিন্তা।
রান্নার ব্যবস্থা না থাকার কারণে এখন এক বেলা এক মুঠো খেয়ে দিন কাটাতে হচ্ছে। অন্যদিকে জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে বিষাক্ত পোকামাকড়, তবুও প্রাণের ঝুঁকি নিয়ে বাড়ির আসবাবপত্র গুলি কলার ভেলা করে সরাতে বাধ্য হচ্ছেন। যদিও এখনো তাদের আতঙ্ক কাটেনি, আবার যদি ভারী বর্ষণ শুরু হয় তাহলে পুরো ঘর গুলি জলের তলায় তলিয়ে যাবার সম্ভাবনা নিয়েই রাতের ঘুম উড়েছে এখন তাদের। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে শুধু নদীয়ার রানাঘাট নয়, নদীয়ার বিস্তীর্ণ কিছু এলাকা একইভাবে জলমগ্ন হয়েছে। প্রত্যেক এলাকাতেই জল যন্ত্রণায় অতিষ্ট হয়ে উঠেছে সেখানকার বসবাসকারীরা।