দু’মাস অপেক্ষয়া ছিল হামাস প্রধানের মৃত্যু, দাবি ইরানের ‘রেভলিউশনারি গার্ড’-এর
The death of the head of Hamas was expected for two months, claims of Iran's "Revolutionary Guard".

The Truth Of Bengal: প্রায় দু’মাস এর উর্ধ্বে তেহরানে চুপিসারে লুকিয়ে ছিল মোসাদের চর! তারপর সুযোগ দেখে হামাস প্রধান ইসমাইল হানিয়েহকে খুন করে। জানা গিয়েছে, হামাস শীর্ষনেতা যে গেস্ট হাউসে উঠেছিলেন সে গেস্ট হাউসে দু’মাস আগে থেকেই বোমা রেখে দিয়েছিল মোসাদ। মঙ্গলবার সেই বিস্ফোরণে মৃত্যু হয় হামাস প্রধান ইসমাইল হানিয়েহরের। তবে এই হামলা নিয়ে সরকারিভাবে ইজরায়েলের তরফ থেকে কোনো মন্তব্য আসেনি।
মার্কিন সংবাদপত্র সূত্রে জানা গিয়েছে, ইরানের ‘রেভলিউশনারি গার্ড’ বাহিনীর আধিকারিকদের মাধ্যমে মোসাদ এজেন্টের এই বোমা লুকিয়ে রখার কথা জানা গিয়েছে। সাধারনত ওই গেস্ট হাউসটি ইরানের রেভলিউশনারি গার্ডের গোপন বৈঠকের জন্য ব্যবহার করা হয়। হাই প্রোফাইল অতিথিরা এলেও এই গেস্ট হাউসেই তাঁদের থাকার ব্যবস্থা করা হয়।
প্রাথমিকভাবে জানা গিয়েছিল, ড্রোন হামলায় নিহত হয়েছেন হামাসের রাজনৈতিক প্রধান। তবে পরে জানা গিয়েছে, ঘরের মধ্যে বোমা ফেটেই মৃত্যু হয়েছে হানিয়েহ এবং তাঁর নিরাপত্তারক্ষীর। অনেক আগে থেকেই ঘরের মধ্যে বিস্ফোরকের ওই বোমা রাখা হয়, ইরানের প্রশাসনিক কর্তারা এমনটাই জানিয়েছেন। ওখানে বোমাগুলি এমনভাবে রাখা হয়েছিল যে হামাস প্রধানের ঘর ভয়ংকরভাবে ধ্বংস হয়েছে, কিন্তু ওই গেস্ট হাউসের আশে-পাশের ঘরগুলো তেমন ক্ষতিগ্রস্থ হয়নি।
ইজরায়েল কিন্তু এই ঘটনায় তাদের কোন দায় স্বীকার করেনি। তবে জানা গিয়েছে, এই ঘটনার সাথে ইজরায়েল গোয়েন্দা সংস্থা মোসাদের আধিকারিকরা যুক্ত। তবে ইরানি সেনারা এখনও ধোঁয়াশায় রয়েছে, কীভাবে, কে এই বোমা বিস্ফোরণ ঘটনা ঘটাল। সেনাদের কার্যকারিতা নিয়ে নানা প্রশ্ন উঠছে মার্কিন মুলুকে। উল্লেখ্য, ২০২৩-এর ৭অক্টোবর ইজরায়েলের উপর যে ভয়ংকর হামলা হয়েছিল সেই হামলার নীল নকশা নাকি হামাস প্রধান হানিয়েহ-র বাড়িতে তৈরি হয়েছিল।