রাজ্যের খবর

জল অপচয় বন্ধ করতে আসছে নয়া আইন

New law is coming to stop water wastage

The Truth Of Bengal: জল অপচয় বন্ধ করতে করা পদক্ষেপ নিতে চলেছে রাজ্য। জল জীবন। কোনভাবেই সেই জল যাতে অপচয় না হয় সেদিকে এবার বিশেষ নজর রাজ্যের। জল অপচয় রুখতে নয়া আইন আনার পরিকল্পনা রাজ্য সরকারের। তার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে।

রাজ্য বিধানসভার অধিবেশনে রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় জানান, জল অপচয় রুখতে নতুন আইন আনা হচ্ছে। কোন ভাবে জল নষ্ট হোক তা বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।বুধবার বিধানসভায় রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় জানান, জল জীবন মিশনে প্রথম বাংলা। বড় সাফল্য বাংলার। জল জীবন মিশনে বাংলার সাফল্য গোটা দেশের কাছে নজির গড়েছে।

চলতি অর্থ বর্ষে প্রথম স্থানে বাংলা রয়েছে। ৯০ লক্ষ পরিবারকে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। চলতি বছরের শেষ হবে ভূগর্ভস্থ পাম্প বসানোর কাজ শেষ হয়ে যাবে। ২০২৫ ডিসেম্বরের মধ্যে কাজ শেষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।