জয় শাহের পরিবর্তে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হবেন পিসিবি প্রধান মহসিন নকভি!
PCB chief Mohsin Naqvi will be the president of the Asian Cricket Council instead of Jai Shah!

The Truth of Bengal : বিসিসিআই সেক্রেটারি জয় শাহ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি। কিন্তু এরই মধ্যে বেরিয়ে আসছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট সম্পর্কিত বড় খবর। আসলে জয় শাহের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহিসান নকভি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হতে চলেছেন। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি আবর্তন নীতির অধীনে নির্বাচিত হয়। সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে মহসিন নকভির নাম নিয়ে আলোচনা হয়। মনে করা হচ্ছে পিসিবি প্রধান মহসিন নকভি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নতুন সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে।
সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, চলতি বছরের শেষ দিকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে ২ বছরের জন্য মহসিন নকভির নাম অনুমোদন করা হবে। আসলে, বর্তমানে ভারতের জয় শাহ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি। এ বছর জানুয়ারিতে তৃতীয় মেয়াদে জয় শাহ নির্বাচিত হন। এছাড়াও জয় শাহ একটি এক্সটেনশন পেয়েছেন। যাইহোক, এটা নিশ্চিত বলে মনে করা হচ্ছে যে জয় শাহ তার মেয়াদ শেষ করার পরে পদত্যাগ করলে, মহসিন নকভি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হবেন এটা প্রায় নিশ্চিত।
এটি উল্লেখযোগ্য যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাম্প্রতিক সভায়, ভারত এশিয়া কাপ ২০২৫ এর আয়োজক পেয়েছে। ভারতের মাটিতে এই টুর্নামেন্ট টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হবে। এরপর ২০২৭ সালের এশিয়া কাপের আয়োজক হবে বাংলাদেশ। বাংলাদেশের মাটিতে ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। তবে এর আগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে মুখোমুখি বিসিসিআই ও পিসিবি। পাকিস্তান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ আয়োজন করছে।