রাজ্যের খবর

শিলিগুড়িতে ৩১ নং জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, টেলারের চাকায় পৃষ্ট হয়ে মৃত ১

Fatal road accident on National Highway No. 31 in Siliguri, 1 dead after falling under the wheel of a teller

The Truth Of Bengal : শিলিগুড়ি : বিশ্বজিৎ সরকার :  শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিধান নগরে ৩১ নং জাতীয় সড়কের উপর ট্রেলারের চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু এক বাইক আরোহীর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালক গোটা এলাকায়। মৃতের নাম পিন্টু কুমার সিংহ (২৭)। ফাঁসি দেওয়া ব্লকের জংলাভিটা এলাকার বাসিন্দা।

জানা যায়, এদিন একটি বাইকে ওই বাইক আরোহী বিধান নগর থেকে জগন্নাথপুরের দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময় ঘোষপুকুরের দিক থেকে আসা একটি ট্রেলার ধাক্কা মারে বাইকটিকে এবং ট্রেইলারের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বাইক আরোহীর। এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিধান নগর থানার পুলিশ। এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। ইতিমধ্যে ঘাতক ট্রেলার টিকে আটক করেছে বিধান নগর থানার পুলিশ। যদিও এই বিষয়ে বিধান নগরথানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ট্রেলারের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। এবং ঘাতক ট্রেলার থেকে আটক করা হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

Related Articles