
The Truth Of Bengal : জলপাইগুড়ি : সুব্রত রায় : ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে চিতাবাঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। চা বাগানে কাজ করতে গিয়ে মাঝেমধ্যেই চিতা বাঘের থানায় জখমও হচ্ছেন শ্রমিকরা। বাগান কর্তৃপক্ষের দাবি মেনে বেশ কিছু চা বাগানে কাঁচা বসানো হলে সেই খাঁচায় বন্দীও হচ্ছে চিতাবাঘ। স্বাভাবিকভাবেই চা বাগানের চিতা বাঘের পছন্দের বাসস্থান তার যেন প্রমাণ মিলছে। শুক্রবার ডুয়ার্সের চা বাগানে ফের খাঁচা বন্দি হলো চিতাবাঘ। এবার নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগানে বনদপ্তরের পেতে রাখা খাঁচায় বন্দী হলো একটি চিতাবাঘ। ঘটনায় ঐ এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, গত কয়েকদিন ধরে সন্ধ্যা হতেই চা মহল্লায় ঢুকে পড়ে ছাগল, গরু, হাস, মুরগী তুলে নিয়ে যাচ্ছিল চিতাবাঘ। এমনকি চা বাগানে কাজ করতে আসা শ্রমিকদেরও তাড়া করছিল চিতাবাঘ। এরপরই গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ চিতা বাঘকে খাঁচা বন্দি করতে ছাগলের টোপ দিয়ে খাঁচা পেতে রেখেছিল বনকর্মীরা। আর সেই ছাগল খেতে এসেই খাঁচায় আটকে পড়ে যায় চিতাবাঘটি। এদিন সকালে চিতাবাঘের গর্জন শুনতে পান স্থানীয়রা। এরপর দেখা যায় খাঁচা বন্দি হয়েছে চিতা বাঘ। পরবর্তীতে খবর পেয়ে খুনিয়া রেঞ্জের বনকর্মীরা এসে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। স্বাস্থ্য পরীক্ষার পর চিতাবাঘটিকে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে। উল্লেখ্য গত কয়েকদিনে ডুয়ার্সের বিভিন্ন চা বাগান থেকে একাধিক চিতাবাঘ খাঁচা বন্দি হওয়ার ঘটনা ঘটেছে। এদিকে চা বাগানগুলোতে চিতা বাঘের উপস্থিতি বৃদ্ধি পাওয়া স্বাভাবিকভাবেই চা শ্রমিকরা যথেষ্ট আতঙ্কিত।