দেশ

উত্তর সিকিমের নামগর এলাকায় ধস,বন্ধ নাগা নমগর থেকে লাচং যাওয়ার রাস্তা

Collapse in North Sikkim's Namgar area, closure of road from Naga Namgar to Lachong

The Truth Of Bengal,বিশ্বজিৎ সরকার,শিলিগুড়ি: বৃষ্টি ও ধস কোনভাবেই যেন সিকিমের পিছু ছাড়ছে না। তার কারণ একটানা বৃষ্টি শুরু হয়েছে সিকিমে এবং এর ফলে একাধিক জায়গায় ধসের খবর মিলেছে। তবে সিকিম প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় ধস সরানোর কাজ শুরু করেছে। নতুন করে উত্তর সিকিমের নাগা নামগর এলাকায় ধস।

যার ফলে রাস্তা থেকে প্রায় ১০ থেকে ১৫ ফিট নিচে বাড়িঘর চলে গিয়েছে। তবে এই ঘটনায় কোন আহত এর খবর নেই। ধসের কারণে বন্ধ নাগা নমগর থেকে লাচং যাওয়ার রাস্তা। ওই এলাকার মানুষ ওই এলাকার ছেড়ে অন্য এলাকায় আশ্রয় নিয়েছে। এই বিষয়ে সিকিম প্রশাসন সূত্র জানা গিয়েছে ধস ছাড়ানোর কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। প্রশাসন গোটা পরিস্থিতির উপর নজর রাখছে।

মনে করা হচ্ছে ২০১১ সালে যখন ভূমিকম্পের জন্য গোটা উত্তর সিকিম কেপে ছিল সেই সময়ও এত ভয়ঙ্কর মহাপ্রলয়ের দৃশ্য দেখা যায়নি এই মুহূর্তে তৈরি হওয়া উত্তর সিকিমে ধস। অপরদিকে বাংলা সিকিম লাইফ লাইন দশ নম্বর জাতীয় সড়ক কবে খুলবে সেই দিকে তাকিয়ে রয়েছে পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষ।

Related Articles