বিনোদন

প্রেমিকা-প্রাক্তন বিতর্কের মধ্যেই বলিউডে পা রণজয়ের মুলায়াম সিং যাদবের বায়োপিকে রাজনীতিকের ভূমিকায় রণজয়

Amidst the ex-girlfriend controversy, Ranjoy steps into Bollywood as a politician in Mulayam Singh Yadav's biopic.

The Truth Of Bengal: প্রেম-প্রাক্তন নিয়ে বিতর্কের মাঝেই বলিউডে ডেবিউ করতে চলেছেন রণজয় বিষ্ণু। বিগত বেশ কয়েকদিন ধরেই চর্চায় উঠে এসেছে বাঙালি অভিনেতা রণজয় বিষ্ণুর নাম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রনজয়ের প্রাক্তন প্রেমিকা সায়ন্তনী গুহঠাকুরতা একটি পোস্ট করেন সেখানে রিয়্যাক্ট করেন তাঁর আর এক প্রাক্তন প্রেমিকা সোহিনী। এই নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় টলি পাড়ায়। এসব বিতর্কের মাঝেই বলিউডে পা রাখছেন রণজয়। মুলায়াম সিং যাদবের বায়োপিকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাঁকে।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়াম সিং যাদবের জীবনী ‘ম্যায় মুলায়াম’-এর ট্রেলার। হিন্দি ভাষায় এই ছবিটি পরিচালনা করছেন শুভেন্দু রাজ ঘোষ। ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন অমিক শেট্টি। উত্তরপ্রদেশের একটি প্রত্যন্ত গ্রামের গরিব কৃষক পরিবার থেকে উঠে এসে কীভাবে সমাজবাদী পার্টির প্রতিষ্ঠা করেন এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন সেই সফরের কথা তুলে ধরবে এই ছবি। তাঁর এই জীবন সফরে একজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অজিত সিং। রাষ্ট্রীয় লোক দলের নেতা অজিত সিংয়ের ভূমিকায় দেখা যাবে রণজয়কে।

মুলায়মের ছোটবেলা গ্রামেই কেটেছে। তাঁর বাবা চেয়েছিলেন একজন কুস্তিগীর হতে। বাবার থেকে অনুপ্রেরণা নিয়েই ছোট মুলায়মেরও শখ ছিল একদিন কুস্তিগীর হবেন তিনি। কিন্তু তাঁর বাবা-মার ইচ্ছা ছিল ছেলে পড়াশোনা করে অনেক বড় হোক এবং শিক্ষকতা করুক। বাবা-মার ইচ্ছাপূরণ করতেই পড়াশোনা চালিয়ে যান তিনি এবং পরবর্তীতে একটি চাকরিতেও যোগ দেন। পাশাপাশি কুস্তির প্রশিক্ষণও চালিয়ে যান তিনি। এরপর কীভাবে তিনি রাজনীতিতে এলেন সেই কথাই তুলে ধরা হবে ছবিতে। রাজনৈতিক সূ্ত্রেই মুলায়ম সিং যাদব এবং সেই সময়কার জনতা পার্টির সভাপতি অজিত সিং-এর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়। বলা যায়, যাদবের রাজনৈতিক কেরিয়ারের উত্থান-পতন খুব কাছ থেকে দেখেছেন অজিত সিং। আর সেই অজিত সিংয়ের ভূমিকায় অভিনয় করেছেন রণজয়। জানা গিয়েছে কয়েক মাস আগেই এই চরিত্রের জন্য লুক টেস্ট করিয়ে এসেছিলেন মুম্বই থেকে। ছবির ট্রেলারে ইতিমধ্যেই অজিত সিংয়ের ভূমিকায় সাদা পোশাকে, কালো মোটা ফ্রেমের চশমায় নজর কেড়েছেন টলিপাড়ার রণজয় বিষ্ণু।

 

Related Articles