দেশ

Supreme Court: নেওয়া হবে না NEET- এর পুনঃপরীক্ষা, জানাল সুপ্রিম কোর্ট

Supreme Court: No re-examination of NEET, Supreme Court said

The Truth Of Bengal :মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, 2024 সালের NEET-UG পরীক্ষার জন্য কোনও পুনঃপরীক্ষা হবে না। আদালত যুক্তি দিয়েছিল যে এমন কোনো তথ্য পাওয়া যায়নি যেটা প্রমান করে যে, পরীক্ষায় কোনো “পদ্ধতিগত ত্রুটি” হয়েছে বা প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর এই প্রতিযোগিতামূলক পরীক্ষার স্বচ্ছতা কোনরকম প্রভাবিত হয়েছে।

প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চের মতে, যদি নতুন করে এবছরের NEET-UG পরীক্ষা নেওয়া হয় তা হলে ২৪ লক্ষ পরীক্ষার্থীর জন্য তা ভয়ংকর ক্ষতিকর হবে।

উল্লেখ্য, গত ৫ মে NEET-UG পরীক্ষা নেওয়া হয়, ফল প্রকাশের পরে দেখা যায় মোট ৬৭ জন পরীক্ষার্থী প্রথম স্থান অধিকার করেছে। তারপর থেকে এই প্রবেশিকা পরীক্ষা নিয়ে ওঠে নানারকম অভিযোগ। প্রশ্ন ফাঁসের পাশাপাশি অনেককে গ্রেস মার্কস দেওয়ার অভিযোগ জানান পরীক্ষার্থীরা। পরে অবশ্য গ্রেস মার্কস দেওয়ার বিষয়টি স্বীকার করে নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি। তবে প্রশ্ন ফাঁসের অভিযোগ মানতে নারাজ তারা।

Related Articles