আন্তর্জাতিক
Trending

বাংলাদেশে অশান্তির জেরে ১৫০-র অধিক মামলায় গ্রেফতার হয়েছে BNP-র নেতা সহ শতাধিক আন্দোলনকারী

More than 100 activists including BNP leaders have been arrested in more than 150 cases due to unrest in Bangladesh

The Truth Of Bengal: কোটা সংস্কার অশান্তির জেরে বাংলাদেশে ১৫০টির বেশি মামলা হয়েছে। পুলিশ এবং র্যা ব সূত্রে জানা গিয়েছে, ১৫০ টির বেশি মামলায় গ্রেফতার হয়েছে ১০০০-এরও বেশি আন্দোলনকারী। DMP (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) জানান, ১৫০ টি মামলার মধ্যে ঢাকার মামলা শুধু ৩০টি, আর ওই মামলার কারণে ঢাকায় গ্রেফতার হয়েছে ৫১৬ জন আন্দোলনকারী।

র্যা পিড এ্যাকশন ব্যাটালিয়নের গণমাধ্যম শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুনিম ফেরদৌস সংবাদমাধ্যমকে জানান, গত তিন দিনে গোটা বাংলাদেশ থেকে ১২৬ জনকে গ্রেফতার করেছে র্যা ব। তিনি জানিয়েছেন, এর মধ্যে ৪৭ জনকে সদ্য সোমবারই গ্রেফতার করা হয়েছে।জানা গিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে অনেক মানুষ বিএনপি এবং জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত, এর সাথে বিএনপির বেশ কিছু কেন্দ্রীয় নেতাকেও গ্রেফতার করা হয়েছে।

যার মধ্যে রয়েছেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জহিরউদ্দীন স্বপন, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ঢাকা জেলার সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী সহ বহু নেতা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতা-কর্মীদের গ্রেফতার করার তীব্র নিন্দা এবং প্রতিবাদ করেছেন। তিনি অভিযোগ করেছেন, BNP নেতাকর্মীদের হেনস্থা করার জন্য এসব ভুয়ো অভিযোগকে কেন্দ্র করে গ্রেফতার করা হচ্ছে।

Related Articles