একুশের মঞ্চ থেকে থেকে ছাব্বিশের লক্ষ্য নির্ধারণ অভিষেকের
From the stage of twenty-one to twenty-six, Abhishek sets the goal

The Truth of Bengal: জয় বাংলা’ স্লোগান দিয়ে বক্তব্য শুরু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। লোকসভা ভোটে দলের সাফল্যের জন্য প্রথমেই তিনি রাজ্যের মানুষকে ধন্যবাদ জানান। বলেন, ‘২০২৪-এর জয় ঐতিহাসিক জয়। তৃণমূলের জয়ের অন্যতম কারিগর দলের সৈনিকরা। তারপরও আত্মতুষ্টির কোনও জায়গা নেই।‘ এরপর তিনি বিজেপি আক্রমণ শুরু করেন। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি নানা ইস্যুতে বিজেপিকে নিশানা করেন। ‘ইডি-সিবিআই দিয়ে বিজেপি চেষ্টা করেও কিছুই করতে পারেনি। আমাদের সঙ্গে লড়তে না পেরে টাকা বন্ধ করে দিয়েছে। গরিবের সঙ্গে বঞ্চনা করছে। বিজেপিকে উচিত শিক্ষা দিয়েছে রাজ্যের মানুষ। এখন থেকেই আগামী বিধানসভা ভোটের লক্ষ্যে কাজ শুরু করতে হবে বলে দলের কর্মীদের জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ইঞ্চি জমি ছাড়া হবে না বিজেপিকে। বিজেপি আব কি বার ৪০০ পার স্লোগান দিয়েছিল। সেই স্লোগান মুখ থুবড়ে পড়েছে। রাজ্যের মানুষ বিজেপিকে উচিত শিক্ষা দিয়েছে।‘
এদিন নির্দিষ্ট সময়ের কিছুটা আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভাস্থলে পৌঁছে হাঁটু গেড়ে মাটিতে কপাল ঠেকিয়ে শহিদদের উদ্দেশে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন তিনি। দুপুর ১২টা থেকে সভা শুরু হওয়ার কথা। অভিষেক সভাস্থলে পৌঁছলেন নির্দিষ্ট সময়ের ১০ মিনিট আগেই। প্রথমে শহিদবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করলেন। বেদির সামনে রাস্তায় হাঁটু গেড়ে বসে মাটিতে মাথা ছুঁইয়ে প্রণাম জানালেন। তার পরে উঠলেন ২১ জুলাইয়ের মঞ্চে। কিছুক্ষণ মঞ্চে থাকার পর বক্তব্য শুরু করেন অভিষেক। দলের কর্মীদের ধন্যবাদ জানানোর পাশাপাশি বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করতে থাকেন।