ফের পিছিয়ে যেতে পারে পুষ্পা ২ মুক্তির দিন!
The release date of Pushpa 2 may be delayed again!

The Truth of Bengal: ২০২১ এর পর থেকেই অপেক্ষায় অনুরাগীরা। কবে আইকন স্টার আল্লু অর্জুনের পুষ্পা ছবির পার্ট ২ মুক্তি পাবে! কয়েকদিন আগেই জানা যায় স্বাধীনতা দিবসেই মুক্তি পাবে পুষ্পা ২। আশার আলো দেখেছিল অনুরাগীরা। তবে ফের এরবার অনুরাগীদের খুশিতে ভাটা পড়ার আশঙ্কা। জানা যাচ্ছে আবারও পিছোতে পারে ছবি মুক্তির দিন। জল্পনা শোনা যাচ্ছে মুক্তির দিন রাখা হয়েছে ৬ ডিসেম্বর। আবার কোথাও শোনা যাচ্ছে এই বছর নয় একেবারে ২০২৫ সালে মুক্তি পাবে ছবিটি। অনেকে মনে করছেন অল্লু অর্জুনের সঙ্গে পরিচালকের বিবাদের সৃষ্টি হয়েছে যার জেরেই ছবির শ্যুটিং অসম্পূর্ণ রয়ে গেছে এবং মুক্তির দিন পিছিয়ে দেওয়া হচ্ছে।
২০২১ সালের ১৭ ডিসেম্বর পুষ্পার প্রথম ভাগটি বড়পর্দায় মুক্তি পায়। কার্যত গোটা বিশ্বে সাড়া ফেলে দেয় প্যান ইন্ডিয়া এই ছবিটি। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেন আইকন স্টার আল্লু অর্জুন এং তাঁর বিপরীতে অভিনয় করে সকলের মন জিতে নেন রশমিকা মান্দানা। ছবির গল্প অ্যাকশন থেকে শুরু করে ছবির গান সব দিক থেকেই দর্শকদের মন কাড়ে এই ছবি।
ছবির প্রথম ভাগের শেষেই ইঙ্গিত দেওয়া হয় ছবির দ্বিতীয় ভাগও খুব শীঘ্রই দেখতে পাবে অনুরাগীরা। তবে থেকেই অনুরাগীদের উত্তেজনার আর শেষ নেই। কবে ছবির দ্বিতীয় ভাগ মুক্তি পাবে সেই নিয়ে অধীর আগ্রহে ছিল অনুরাগীরা। শেষমেশ ছবি মুক্তির দিন ঘোষণা করলেও মুক্তির দিন পিছোনোর জল্পনা অনুরাগীদের খুশিতে জল ঢেলেছে। তবে জল্পনার উল্টো মতও শোনা যাচ্ছে। বলা হচ্ছে মুক্তির দিন পিছোনোর কথা ভুয়ো। নির্ধারিত দিনেই মুক্তি পাবে ছবিটি। প্রসঙ্গত ইতিমধ্যেই ছবির পোস্টার টিজার ও ২টি গান মুক্তি পেয়েছে। তেলেগু, তামিল, হিন্দি, কন্নড়, মালায়লি, বাংলায় মুক্তি পেয়েছে। ছবিতে অল্লু অর্জুনের বিপরীতে এবারেও রাশমিকা মান্দানাকেই দেখা যাবে। খলনায়কের চরিত্রে দেখা যাবে ফাহাদ ফাসিলকে।