আন্তর্জাতিক

গোটা বাংলাদেশে বন্ধ মোবাইল ইন্টারনেটের ফোর-জি পরিষেবা

4G service of mobile internet is closed in whole Bangladesh

The Truth of Bengal: গতকাল রাত থেকে রাজধানী সহ গোটা বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের ফোর-জি পরিষেবা বন্ধ রয়েছে। তবে বন্ধ হয়নি ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবস্থা, সাথে চালু রয়েছে মোবাইল ইন্টারনেটের টু-জি পরিষেবা। বৃহস্পতিবার সকালে সংশ্লিষ্ট অপারেটর সূত্রে এই কথায় জানানো হয়েছে।

মোবাইল ব্যবহারকারীদের থেকে অভিযোগ আসছে, ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে না তাদের মোবাইলে। নেট না থাকায় ফেসবুক থেকে শুরু করে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সহ অন্য ওয়েবসাইটেও প্রবেশ করতে পারছেন না তারা।

এ বিষয়ে জানার জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার নানা চেষ্টা করেও বিফল হয়েছে।

গতকাল গ্রাহকেরা অভিযোগ জানিয়েছল, হঠাৎ ঢাকার বিভিন্ন প্রান্তে মোবাইল ইন্টারনেটের স্পিড কমে গিয়েছে। ফেসবুক-মেসেঞ্জারে প্রবেশ করতে পারছেন না তাদের অনেকেই, কেউ কেউ প্রবেশ করতে পারলেও কোনো পোস্ট করতে পারছেন না তারা। এমনকি অন্যদের পোস্ট দেখতেও পাচ্ছেন না। তাছাড়াও, ফেসবুকের সম্প্রতি পোস্ট খুঁজতেও নানা সমস্যায় পড়তে হচ্ছে তাদের অনেককে। গত মঙ্গলবার রাতেও ভিপিএন (ভার্চ্যুয়াল প্রাইভেট নেটওয়ার্ক)-এর মাধ্যমে মোবাইলে ধীরগতির ইন্টারনেট ব্যবহার করতে হয় অনেককে।

Related Articles