কলকাতারাজ্যের খবর

ইচ্ছামতো ভাড়া নিচ্ছে বাস, কড়া পদক্ষেপের পথে রাজ্য সরকার, প্রয়োজনে বাতিল চুক্তি

Buses are charging as much as they want, the state government is on the way to take strict action, cancel the contract if necessary

The Truth oF Bengal: বিভিন্ন সময় বাস ভাড়া নিয়ে ওঠে নানা অভিযোগ। এনিয়ে প্রায়ই বচসা লেগেই থাকে যাত্রীদের একাংশের সঙ্গে বাসের কন্ডাক্টরদের। তবে এবার নিয়মের বাইরে গিয়ে এই অতিরিক্ত বাস ভাড়া নেওয়া হলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিচ্ছে পরিবরহণ দফতর।বেশ কিছু বাস সরকার চালানোর জন্য ফ্র্যাঞ্চাইজিতে এজেন্সির হাতে দিয়েছে। কিন্তু একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে সেই বাসগুলির ক্ষেত্রে। যার কাছ থেকে যেমন খুশি ভাড়া নিচ্ছে এই বাসগুলি এমনই অভিযোগ উঠেছে।

এবার রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এনিয়ে কড়া বার্তা দিয়েছেন। তিনি জানিয়ে দিয়েছিলেন, যে সব ফ্র্যাঞ্চাইজিতে দেওয়া সরকারি বাসে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে সেই সব বাস মালিকদের সঙ্গে রাজ্য সরকার চুক্তি বাতিল করে দেবে। সেই সঙ্গেই তিনি জানিয়েছিলেন, সরকার নির্ধারিত ভাড়ার তালিকা টাঙানো হবে ফ্র্যাঞ্চাইজিতে নেওয়া সব বাসে। বাস কোনওভাবেই কাটা রুটে চালানো যাবে না। বাসগুলিকে রাতে পরিবহণ দফতরের ডিপোতেই রাখতে হবে। এক্ষেত্রে কোনও অনিয়ম হলেই সেই মালিকের সঙ্গে চুক্তি বাতিল করা হবে, বলে জানিয়ে দিয়েছেন মন্ত্রী।

সরকার বিভিন্ন এজেন্সিকে একাধিক রুটে বাস চালানোর দায়িত্ব দিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে সরকারের বেঁধে দেওয়া নিয়ম তারা মানতে চাইছেন না। এরপরই নড়েচড়ে বসছে সরকার। এনিয়ে যে সমস্ত এজেন্সি ফ্রাঞ্চাইজিতে সরকারের কাছ থেকে বাস নিয়েছিল তাদের ডেকে সতর্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদেরকে সতর্ক করে দেওয়া হবে যদি ভবিষ্যতে এই ধরনের নিয়ম তারা না মানেন তবে তাদের সঙ্গে যে চুক্তি রয়েছে তা বাতিল করা হবে।

Related Articles