দেশ

ভূস্বর্গে এনকাউন্টারে শহিদ ৪ জওয়ান, ডোডায় এখনও রয়েছে চাপা আতঙ্ক

4 jawans martyred in encounter in Bhuswarg, there is still panic in Doda

The Truth Of Bengal : কাশ্মীরে জঙ্গি সন্ত্রাসবাদ কিছুতেই কমছে না। দিনের পর দিন জঙ্গিরা আক্রমণ শানিয়ে রক্তপাত,প্রাণহানি ঘটাচ্ছে। তাই আবারও সোমবার রাতে আচমকা হামলা চালায় সন্ত্রাসবাদীরা।তাতে রক্তাক্ত হয় ডোডা  জেলার ডেসা এলাকা । সেই হামলায় এক মেজর সহ ৪ ভারতীয় জওয়ান প্রাণ হারিয়েছেন। সেনার তরফে জানানো হয়েছে, রাত ৯টার সময় জওয়ানরা টের পান,সন্ত্রাসবাদীদের গতিবিধি।সঙ্গে সঙ্গে মোকাবিলায় নামে সেনা। দুই তরফের গুলির লড়াই হয়।

স্থানীয়দের তরফে আরও জানা গেছে, তল্লাশি অভিযানের সময়  আচমকা সেনাবাহিনীর দিকে ধেয়ে আসে গোলাবারুদ। বুঝতে পেরে   জবাব দেন জওয়ানেরাও। শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই। ২০ মিনিটের বেশি সময় ধরে চলে এই লড়াই। সেই সময়ই জঙ্গিদের ছোড়া গুলিতে চার জওয়ান জখম হন। তাঁদের মধ্যে এক জন উচ্চপদস্থ সেনা আধিকারিকও ছিলেন। পাশাপাশি এক পুলিশকর্মীর গায়েও গুলি লাগে বলে খবর। আহতদের  তড়িঘড়ি  হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলাবার ভোরে তাঁদের মৃত্যু হয়। ডোডার ওই  জঙ্গল এলাকায় চার থেকে পাঁচ জন জঙ্গি লুকিয়ে ছিল বলে অনুমান করা হচ্ছে।পুলিশও জওয়ানরা যৌথ তল্লাশি জারি রেখেছে।

ডেসা এলাকায় এখনও চাপা আতঙ্ক রয়েছে। এর আগের সপ্তাহে কাঠুয়া এলাকায় জঙ্গি এনকাউন্টারে ৫জওয়ানের প্রাণ যায়। তারপর ভূস্বর্গের নিরাপত্তা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। কিন্তু তারপরেও চোরাগোপ্তা জঙ্গি হানা রোখা যাচ্ছে না। গত ৩২ মাসে জম্মু এলাকায় প্রায় ৪৮জন জওয়ান শহিদ হলেন। বর্তমানে জম্মু-কাশ্মীর কেন্দ্রীয় শাসনে রয়েছে।

Related Articles