ভারতের অর্থনীতিতে বেড়েছে কাজের পরিমান , ২০০৪- ১৩ এর তুলনায় ২০১৪-২৩ এ ৪ গুণ বেড়েছে কর্মসংস্থান

THE TRUTH OF BENGAL : ভারতের কাজের বাজার কি সচল ? এ নিয়ে আর বি আই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একটি তথ্য প্রকাশ্যে এনেছে। যেখানে কর্মসংস্থান নিয়ে কথা বলা রয়েছে। সেই তথ্যের উপর ভিত্তি করে sbi এর তরফ থেকে একটি স্টাডি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এখানে বিভিন্ন ক্ষেত্রে চাকরির বাজার চাঙ্গার কথা বলা হয়েছে। বেড়েছে চাকরির পরিমাণ ও । ভারতের অর্থনীতিতে ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত চাকরির পরিমাণ ১২.৫ কোটি। যা ২০০৪ থেকে ১৪ সালের তুলনায় ৪ গুণ বেশি । বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থান বেড়েছে বলেই এস বি আই এর তরফ থেকে বলা হচ্ছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে এই তথ্য দেওয়ার আগে ঘাটতে হয়েছে আর বি আই এর প্রকাশিত ডেটা ।
সেই যেটার উপর ভিত্তি করে তারা রিপোর্ট প্রকাশ করেছে। যেখানে ২০১৪ থেকে ২৩ পর্যন্ত ভারতের কর্মসংস্থান অনেক সচল হয়েছে বলে স্পষ্ট করে বলা আছে। এই রিপোর্টে বলা হয়েছে, কৃষিকে যদি বাদও দেওয়া হয় তাহলেও ২০১৪-২৩ এর মধ্যে উত্পাদন বেড়েছে । বেড়েছে পরিষেবা। আর এই পরিষেবা মূলক কাজে যারা যুক্ত ছিলেন মোট কাজের সংখ্যা ৮.৯ কোটি। যা আগে(2004-2014) ছিল ৬.৬ কোটি।