রাজ্যের খবর

মর্মান্তিক! কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মৃত্যু রেলের এক ঠিকা শ্রমিকের

Shocking! A railway contract laborer died in an accident while working

The Truth Of Bengal,মনিরুল ইসলাম,পূর্ব বর্ধমান: কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মৃত্যু হল রেলের এক ঠিকা শ্রমিকের। আজ ডাউন ইন্টারসিটি এক্সপ্রেস পাস হয় ৫৮/১২ মাইল দিয়ে। সেই সময় কালিনগর ও সমুদ্রগড়ের মাঝামাঝি জায়গায় রেলের ঠিকা শ্রমিকেরা রেলের ট্রাকে কাজ করছিল। তখনই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানান কাজ করার সময় উভয় দিক থেকে ট্রেন চলে আসায় সকলেই লাইন থেকে নিরাপদ দূরত্বে সরে যান কিন্তু দুর্ভাগ্যবশত একজন সরতে পারেনি। কাজ করতে গিয়েই দুর্ঘটনায় প্রাণ যায় ওই শ্রমিকের। মৃত ঠিকা শ্রমিকের নাম অভিজিৎ টুডু। তার বাড়ি কালনা এক নম্বর ব্লকের নান্দাই দুর্গাপুরে। বয়স আনুমানিক ২৬ বছর। সকাল সাড়ে দশটায় অ্যাক্সিডেন্টে মারা যাওয়া শ্রমিকের দেহ নিয়ে যাওয়া হয় আনুমানিক বেলা তিনটের সময়। এই দীর্ঘ সময় ওই মৃত শ্রমিকের দেহ রেল লাইনের ওপর পড়ে থাকে। আরো মর্মান্তিক ঘটনা এই যে মৃত শ্রমিকের দেহ রেল লাইনের পড়ে থাকা অবস্থায় কর্তব্যে অবিচল থেকে বাকি শ্রমিকেরা তাদের কাজ চালিয়ে যান। তাদের কাজের সঙ্গী কে হারিয়েও তারা

কর্ম বিরতি পালন করেনি বরং উল্টে তারা তাদের কাজ চালিয়ে গেছেন শুধুমাত্র রেলের স্বার্থে। রেলের সুরক্ষার কথা মাথায় রেখে তারা প্রাণ পাত করে পরিশ্রম করেন। তাই আজ তারা প্রশ্ন তুলেছে তাদের প্রাণের কি কোন দাম নেই? দুর্ঘটনায় প্রাণ হারানোর পরেও এত দীর্ঘ সময় দেহ কেন রেললাইনে পড়ে থাকলো রেল কর্তৃপক্ষের কাছে এমনই প্রশ্ন তুলেছেন এলাকার সাধারণ মানুষ থেকে শ্রমিকেরা। রেলের কাজ করতে গিয়েই এই মৃত্যু তবু রেল কি সামান্য সহযোগিতা টুকু দেখাবে না? শুধু আজ নয় রেলের কাজ করতে গিয়ে হামেশাই দুর্ঘটনায় প্রাণ যায় শ্রমিকদের। রেলের জন্য যাদের প্রাণ যায় রেল কি তাদের কথা ভাববে না রেল কর্তৃপক্ষের কাছেএমনই প্রশ্ন তুলে দিল আজ শ্রমিক থেকে শুরু করে এলাকার মানুষজন।

Related Articles