কলকাতা

গাছের স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ, শহরে চলছে ‘ট্রি অডিট’

Tree health testing initiative, 'Tree Audit' is going on in the city

The Truth of Bengal: গাছের স্বাস্থ্য কেমন আছে জানতে এবার শহর কলকাতায় শুরু হল গাছের হেলথ অডিট। সম্প্রতি একাধিক গাছ উপড়ে পড়ার ঘটনায় এমন সিদ্ধান্ত। কৃষ্ণচূড়া, রাধাচূড়ার মতো এমন অনেক গাছ রয়েছে, যে গাছগুলির শিকড় মাটির বেশি গভীরে প্রবেশ করে না। ফলে ঝড়-বৃষ্টিতে মাটি একটু আলগা হয়ে গেলে সেই গাছ সহজেই উপড়ে পড়ে। শিকড় অনেক দূর বিস্তৃত হবে এবার এমন গাছ লাগানোর ভাবনাচিন্তা চলছে। কেমন আছে শহরের গাছেরা। গাছগুলির স্বাস্থ্যের হাল কেমন—তা জানতে এবার হেলথ অডিট শুরু হল। কলকাতা পুরসভায় ৯৫ নম্বর ওয়ার্ডে সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। ঝড়-বৃষ্টিতে একের পর এক গাছ উপড়ে পড়ার ঘটনায় চিন্তিত কলকাতা পুরসভা। কিছুদিন আগে রেমাল ঝড়ে শহরে প্রায় পাঁচশো গাছ ভেঙে পড়েছিল। তারপর থেকে গত দেড় মাসে প্রায় ৩৫টি গাছ ভেঙে পড়ে শহরে। কেন গাছগুলি ভেঙে পড়ছে? বিভাগীয় আধিকারিকরা মনে করছেন, গোড়ার মাটি আলগা হয়ে যাওয়ায় ভেঙে পড়ছে বড় বড় গাছগুলি।

বাকি গাছগুলি কেমন অবস্থায় আছে তা জানতে এবার শহরের গাছের হেলথ অডিট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাটি আলগা হয়ে বড় গাছ উপড়ে পড়ার ঘটনা বিপজ্জনক। ঘটতে পারে দুর্ঘটনা। সম্প্রতি গলফগ্রিনে এমন ঘটনায় মৃত্যু হয়েছিল এক রিকশা চালকের। ৯৫ নম্বর ওয়ার্ড দিয়ে শুরু হওয়া হেলথ অডিটে বিশেষজ্ঞরা দেখতে পান বড় বড় গাছগুলির ডালপালা বিস্তৃত হয়ে আছে। তাই ডালপালা ছাঁটা দরকার। এমন কিছু গাছ আছে যে গুলির গোঁড়ার মাটি আলগা হয়ে গিয়েছে। ফলে বিপজ্জনক অবস্থায় আছে গাছগুলি। সেই গাছগুলি কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরসভা প্রতিবছর যত গাছ লাগায় তার একটা বড় অংশ মরে যায়।

এই প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, প্রতিবছর আমরা যে গাছ লাগাই তার একটা অংশ স্বার্থান্বেষী কিছু মানুষের জন্য নষ্ট হয়ে যায়। পুরসভার তরফে একটা অডিট শুরু হয়েছে। দেখা হচ্ছে, কত গাছ লাগানো হল আর কত গাছ মারা গেল। কলকাতা পুরসভার উদ্যান পালন বিভাগ বিষয়টি দেখছে। পুরসভা গাছ লাগায়। আর সেই গাছ বড় দায়িত্ব শুধু পুরসভার একার নয়। এক্ষেত্রে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে বলে অনুরোধ করেছেন মেয়র। শহরে কৃষ্ণচূড়া, রাধাচূড়ার মতো এমন অনেক গাছ রয়েছে, যে গাছগুলির শিকড় মাটির বেশি গভীরে প্রবেশ করে না। ফলে ঝড়-বৃষ্টিতে মাটি একটু আলগা হয়ে গেলে সেই গাছ সহজেই উপড়ে পড়ে। সাম্প্রতিক কালে তেমন ঘটনাই ঘটছে। শিকড় অনেক দূর বিস্তৃত হবে এবার এমন গাছ লাগানোর ভাবনাচিন্তা চলছে।

Related Articles