রাজ্যের খবর

জীর্ণ চেহারার সুবিধা নিয়ে একের পর এক চুরি! অবশেষে পুলিশের জালে ২ দুষ্কৃতি

Steal one after another with the advantage of worn appearance! Finally 2 misdemeanors in the net of the police

The Truth Of Bengal : হুগলি: রাকেশ চক্রবর্তী : জীর্ণশীর্ণকায় চেহারার সুবিধা নিয়ে ধারাবাহিকভাবে চুরির ঘটনায় ঘটিয়ে আসছিল দুই দুষ্কৃতি। অবশেষে সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতিদের পাকড়াও করলেন চন্দননগর কমিশনারেটের অধিকারীকরা। অভিযুক্ত দুই দুষ্কৃতির নাম বিট্টু ঠাকুর ও বিশ্বজিৎ দাস। তাদের থেকে মোট পাঁচ লাখ টাকার সোনা ও রুপোর অলংকারকার ও নগদ প্রায় এগারো হাজার টাকাও দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে উত্তরপাড়া থানার পুলিশ।

এই বিষয়ে শ্রীরামপুরের ডিসিপি অর্ণব বিশ্বাস তিনি বলেন, একের পর একদিন চুরির ঘটনা ঘটছিল তার সিসিটিভি ফুটেজ দেখে প্রথমে তদন্তের শুরু হয়। সিসিটিভির ছবি দেখেই দুষ্কৃতিদের চিহ্নিতকরণ করা হয়। তারপর দেখা যায় এদের পুরনো ক্রিমিনাল রেকর্ড রয়েছে। এদের মধ্যে একজন বিট্টু ঠাকুর তাকে ইকোপার্ক থেকে গ্রেপ্তার করা হয়। অন্য আরেকজন চুরির পর তারাপীঠ পালিয়েছিল একে তারাপীঠ থেকেই ধরে পুলিশ। দুই দুষ্কৃতীর বাড়ি শেওড়াফুলি এলাকায়।

তাদের কাছ থেকে উদ্ধার হওয়া তাদের চুরির সামগ্রী থেকে পুলিশ মনে করে, চেহারার সুবিধা নিয়ে অল্প লোহার গ্রিল ফাক করে, ওখান থেকেই বাড়ির ভেতরে প্রবেশ করছিল এই দুইজন। সেখান থেকেই ঘরের আলমারি ভেঙ্গে একের পর এক লুট চালাচ্ছিল তারা। পুলিশের অনুমান এই দুইজনে মূল এই উত্তর পাড়ার চুরি চক্রের। এদের সঙ্গে আরো কেউ যুক্ত আছে কিনা তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশের অবস্থা আধিকারিকরা।

Related Articles