
The Truth Of Bengal : জিম্বাবোয়ে সিরিজের আজ তৃতীয় ম্যাচ। প্রথম ওভার শেষ। ২০ ওভারে ১৮২ রান করল ভারত। টপকাতে পারবে জিম্বাবোয়ে ! নাকি ভারতের সামনে দাঁড়াতেই পারবে না তারা! আজ প্রথমে টসে জিতে ব্যাট করতে নামেন শুভমন গিল । তিনি এই সিরিজের দলের অধিনায়কত্বের ভূমিকায় রয়েছেন। শুভমনের সাথে আজ ওপেন করতে নেমেছিলেন যশস্বী জয়সওয়াল। আগেই আউট হয়েছেন তিনি ২৭ বলে ৩৪ রান করেছেন। প্রথম উইকেট হারিয়েছে ভারত। যশস্বীর জায়গায় নামেন অভিষেক শর্মা। যিনি গত ম্যাচে শত রান করেছিলেন আজ তিনি প্রথম দিকেই আউট হন।
তার শত রানের ওপরে ভিত্তি করে গত ম্যাচে খুব সহজেই জয়লাভ করেছিল টিম। তিনি শুরুতেই আউট হয়ে যান ফলত কি হতে চলেছে টিম ইন্ডিয়ার জন্য তা এখনো স্পষ্ট নয়। অভিষেক শর্মা কে প্রথম ম্যাচে সেভাবে বিশেষ রান করতে দেখা যায়নি। দ্বিতীয় ম্যাচে তিনি নজির করেছেন। টিমকে জয়লাভ করিয়েছেন তিনি।
আজ তার কাঁধে বেশ বড় দায়িত্ব ছিল। সেখানে শুরুতেই আউট হয়ে যাওয়া। আদৌ কি টিম ইন্ডিয়া দাঁড়াতে পারবে বিপক্ষের সামনে ! ১-১ অবস্থানে ভারত।
এদিকে অর্ধশতরান পূর্ণ করেছেন শুভমন গিল। তিনি ৩৬ বলে ৫০ রান পূর্ণ করেছেন। ভারতের অধিনায়ক শেষে ৬৬ রান করে আউট হয়েছেন । রুতুরাজ করেন ৪৯ রান। ইতিমধ্যে কুড়ি ওভারে ৪ উইকেটে ১৮২ রানে শেষ হলো ভারতের ইনিংস। জিম্বাবোয়ে সেই রান টপকাতে পারে কিনা সেদিকে নজর থাকবে।