সাত রাজ্যের ১৩ আসনে উপনির্বাচন, বিধানসভার উপনির্বাচনের ভোট শান্তিতেই
By-elections in 13 seats of seven states

The Truth of Bengal: সাত রাজ্যের ১৩টি বিধানসভা আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ হয়ে গেল। তার মধ্যে পশ্চিমবঙ্গের চারটি আসনে ভোট হয়েছে। বিধায়কদের পদত্যাগ ও মৃত্যুর কারণে আসনগুলি শূন্য হয়ে পড়েছিল। এমন ১৩টি আসনে ভোট নেওয়া হয়। দুই-একটি বিক্ষিপ্ত অশান্তি ছাড়া সব জায়গায় ভোট হয়েছে শান্তিতেই। ফলপ্রকাশ হবে আগামী ১৩ জুলাই।
লোকসভা নির্বাচনের রেশ কাটার আগেই দেশের সাত রাজ্যের ১৩টি বিধানসভা আসনে উপ নির্বাচন হল। পশ্চিমবঙ্গের চারটি, হিমাচল প্রদেশের তিনটি, উত্তরাখণ্ডের দুটি এবং পাঞ্জাব, বিহার, তামিলনাড়ু ও মধ্যপ্রদেশের একটি করে আসনে ভোটগ্রহণ হয়। পশ্চিমবঙ্গে উপনির্বাচন হয় উত্তর ২৪ পরগনার বাগদা, নদিয়া জেলার রানাঘাট-দক্ষিণ, উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ও কলকাতার মানিকতলা বিধানসভা আসনে। মানিকতলায় তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডের মৃত্যুর কারণে উপনির্বাচন হয়। বাকি তিনটি আসনে বিধায়করা পদতাগ করায়াসঙ্গুলি শূন্য হয়ে পড়েছিল। উপনির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিমাচল প্রদেশের তিন আসনের ভোট। ৬৮ আসনের হিমাচল বিধানসভায় কংগ্রেসের বিধায়ক সংখ্যা ৩৮। বিজেপির ২৭। সাম্প্রতিককালে হিমাচলে কংগ্রেস সরকারকে বেকায়দায় ফেলার জন্য চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বিজেপি। তাই উপনির্বাচন দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ। রাজ্যের তিন আসনের নির্দল বিধায়করা ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাই আসনগুলিতে ভোট হয়। বিজেপি ওই তিন নির্দল বিধায়ককে নিজের নিজের আসনে প্রার্থী করেছে। উত্তরাখণ্ডের মঙ্গলৌর আসনে কংগ্রেস, বিজেপি ও বিএসপি-র মধ্যে ত্রিমুখী লড়াই হয়। এখানে বিএসপি বিধায়ক সারওয়াত করিম আনসারির মৃত্যুর কারণে উপনির্বাচন হয়। অন্যদিকে বদ্রীনাথ আসনে লড়াই মূলত কংগ্রেস ও বিজেপির মধ্যে। পাঞ্জাবের পশ্চিম জলন্ধর আসনের আপ বিধায়ক শীতল অঙ্গুরাল বিজেপিতে যোগ দেওয়ায় সেখানে উপনির্বাচন হয়। তাঁকেই এবার প্রার্থী করেছে বিজেপি। সেখানে লড়াইয়ে রয়েছে আপ ও কংগ্রেস।
বিহারের রূপালৌ আসনে বিমা ভারতী জেডিইউ বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে আরজেডি-র টিকিটে লোকসভা নির্বাচনে লড়েছিলেন। লোকসভায় জিততে পারেননি বিমা। তাঁকেই উপনির্বাচনে টিকিট দিয়েছে আরজেডি। তার বিরুদ্ধে লড়ছেন জেডিইউ-এর কলধর মণ্ডল।
তামিলনাড়ুর বিক্রাবন্দি আসনে ডিএমকে বিধায়ক এন পুগাজেন্তির মৃত্যুতে উপনির্বাচন হয়। এই আসনে ডিএমকের সঙ্গে লড়াই বিজেপির শরিক পিএমকে’র। মধ্যপ্রদেশের অমরওয়াড়া আসনে কংগ্রেস বিধায়ক কমলেশ শাহ ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাই আসনটি শূন্য হয়ে পড়েছিল। এখানে বিজেপির সঙ্গে লড়াই কংগ্রেসের।