আঁটসাঁট গোলাপি পোশাকে টলমল পায়ে রেস্তোরাঁ থেকে বেরোচ্ছেন উরফি, কী হয়েছে তাঁর?
Urfi is coming out of the restaurant with shaky legs in a tight pink dress, what happened to him?

The Truth Of Bengal : উরফি জাভেদ ও পোশাক বিতর্ক এখন সমার্থক। বরাবর তাঁর উদ্ভট পোশাকের কারণে বেশিরভাগ সময় চর্চায় থাকেন সোশ্যাল মিডিয়া তারকা উরফি জাভেদ। এবার সোশ্যাল মিডিয়া জুড়ে উরফির একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। অনেকে মনে করছেন নিশ্চয়ই আবার কোন উদ্ভট পোশাকের ভিডিও? না! এবারে আর কোন উদ্ভট পোশাকের জন্য নয়, এবার একেবারে অন্যভাবে ক্যামেরায় ধরা দিলেন অভিনেত্রী।
পরনে আঁটসাঁট গোলাপি পোশাক, ঠিকভাবে হাঁটতে না পেরে একেবারে টলতে টলতে মুম্বইয়ে এক রাতের পার্টি থেকে বেরতে দেখা গেল অভিনেত্রীকে। সেখানই যেন অন্য দিনের তুলনায় একেবারে ভিন্ন দেখাল উরফিকে। অভিনেত্রী গাড়ি অব্দি ঠিকভাবে হেঁটে যেতে পারছেন না দেখে তাঁকে গাড়ি অব্দি পৌঁছে দিচ্ছেন তাঁর এক বান্ধবী। গাড়িতে উঠে আলোকচিত্রীদের জন্য পোজ় দিতে দিতেই বলে উঠেছেন, ‘‘কিছু হয়নি, ঠিক আছি ঠিক আছি।’’
View this post on Instagram
উরফি জাভেদের এই ভিডিও রীতিমত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের অনেকে নানান কটাক্ষ করেছেন। তবে কেউ আবার অভিনেত্রীর শারীরিক অসুস্থতা নিয়ে সংশয় প্রকাশ করছেন। কেউ কমেন্টে লিখছেন, ‘‘উরফি কি মাতাল নাকি?’’ আবার কেউ লিখছেন ‘‘উনি কি ভয় পেয়ে আছেন? নাকি মদ্যপান করেছেন?’’ কারও মতে, “পুরো মাতাল অবস্থার অভিনয় করছেন, যা নাটক করতে পারেন।’’ ঠিক কী ঘটেছিল উরফির সঙ্গে? জানা যায়নি। কারণ, ওই রাতের পর থেকেও এখনও কোথাও দেখা মেলেনি এই জনপ্রিয় অভিনেত্রীর।