মর্মান্তিক! আমেরিকায় জলপ্রপাত দেখতে গিয়ে জলে ডুবে মৃত্যু ভারতীয় ছাত্রের
Shocking! Indian student drowned while visiting waterfall in America

The Truth Of Bengal: বিদেশে গিয়ে ভারতীয় পড়ুয়ার আবারো মৃত্যু। বন্ধুদের সাথে জলপ্রপাত দেখতে গিয়েছিলেন সাঁই সূর্য অবিনাশ গিড্ডে। সেখানে ঘুরতে গিয়ে পা পিছলে মৃত্যু হয়েছে তার। জানা গিয়েছে , অভিনয় অন্ধ্রপ্রদেশের গোদাবরী জেলার বাসিন্দা ছিলেন। তার মৃত্যুতে সমবেদনা জানিয়েছে নিউইয়র্কের ভারতীয় দূতাবাস।
সূত্রের খবর, ২০২৩ সালে দুচোখ ভরা স্বপ্ন নিয়ে বিদেশে পড়াশোনা করতে গিয়েছিলেন অবিনাশ । বর্তমানে তিনি ক্রাইম ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিলেন। গত রবিবার বন্ধুদের সাথে আলবানির বারবেরভিলে জলপ্রপাত দেখতে যান। আর সেই সময়ই সেখানে পা পিছলে জলে পড়ে যায় অবিনাশ। সেখানে ডুবে প্রাণ হারান তিনি। যদিও পাই এই খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। পুলিশের সহযোগিতায় তারপর তার দেহ উদ্ধার করা হয়। এই মর্মান্তিক দুর্ঘটনার বিবৃতি দিয়েছে নিউইয়র্ক ভারতীয় দূতাবাস।
We are deeply saddened by the tragic loss of Mr. Sai Surya Avinash Gadde, a student at Trine University, who drowned on 7th July at Barbervilley Falls, Albany, NY.
We extend our heartfelt condolences to his grieving family and friends. @IndiainNewYork is extending all…
— India in New York (@IndiainNewYork) July 8, 2024
তারা তাদের এক্স হ্যান্ডেল এ জানিয়েছে,‘সাঁই সূর্য অবিনাশ গাড্ডের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ট্রাইন ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। গত ৭ জুলাই তিনি আলবানির বারবেরভিলে জলপ্রপাতে ডুবে প্রাণ হারিয়েছেন। তাঁর পরিবার ও বন্ধুবান্ধবদের প্রতি আমাদের সমবেদনা রয়েছে।’দূতাবাসে তরফ থেকে আরও জানানো হয়েছে, অবিনাশের দেহ যাতে দ্রুত ভারতে ফেরানো যায় সেইরকম সমস্ত ব্যবস্থা করছেন তারা। প্রসঙ্গত, এই দুর্ঘটনায় অবিনাশ এর সাথে আরো একজন বন্ধু তার সাথে ভেসে যায় তবে তাকে বাঁচানো গেল অবিনাশকে বাঁচানোর যায়নি। অবিনাশের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারের পাশাপাশি তার গ্রামে।