রাজ্যের খবর

দেশের প্রথম IIT-এর মহিলা ডেপুটি ডিরেক্টর অধ্যাপক রিন্টু ব্যানার্জী

Prof. Rintu Banerjee is the first woman Deputy Director of IIT in the country

The Truth Of Bengal,শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:  ইন্ডিয়ান ইস্টিটিউট অফ টেকনোলজি বা আইআইটি-র ডেপুটি ডিরেক্টর পদে পুরুষদেরই একচেটিয়া প্রাধান্য চলে আসছে বছরের পর বছর। এই নিয়ে নানা সময়ে নানা মহলে গুঞ্জন উঠলেও কোনও মহিলাকে কোনও দিন এই পদের দায়িত্বে দেখা যায়নি। অবশেষে সেই ‘প্রথা’ ভাঙতে চলেছে।

এবার একটি আইআইটি-র ডেপুটি ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিতে চলেছেন অধ্যাপক রিন্টু ব্যানার্জী। প্রফেসর ব্যানার্জি হলেন প্রতিষ্ঠাতা প্রধান এবং বর্তমানে পি কে সিনহা সেন্টার ফর বায়োএনার্জি অ্যান্ড রিনিউএবলের চেয়ারপারসন। তিনি ৩ বছর ধরে গ্রামীণ উন্নয়ন, উদ্ভাবনী এবং টেকসই প্রযুক্তি কেন্দ্রের প্রধান এবং IIT খড়গপুরের কৃষি ও খাদ্য প্রকৌশল বিভাগের প্রধান হিসাবেও কাজ করেছেন।

তার কর্মজীবনে, তিনি প্রিসিশন এগ্রিকালচার অ্যান্ড ফুড নিউট্রিশনের সেন্টার অফ এক্সিলেন্সের চেয়ারপারসন সহ অনেক গুরুত্বপূর্ণ পোর্টফোলিও অধিষ্ঠিত করেছেন SPARC-এর জন্য অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের জন্য নোডাল সমন্বয়কারী এবং RuTAG-এর জন্য সমন্বয়কারী।

Related Articles