দেশ

বার্থডে পার্টিতে তরবারি নিয়ে নাচানাচি উন্নাওয়ের উন্মত্ত যুবকদের !

Swords In Air, Music Blaring: Birthday Celebration In UP's Unnao Goes Viral

The Truth of Bengal: উত্তরপ্রদেশে অস্ত্রের দাপাদাপি বাড়ছে। যারজন্য প্রশ্নের মুখে পড়ছে যোগী সরকার।প্রকাশ্যে বেপরোয়া আচরণ সেরাজ্যের আইনশৃঙ্খলার অবনতির ছবিটা স্পষ্ট করে দিয়েছে। বারবার দুষ্কৃতীরা ভয় দেখালেও যোগী প্রশাসন কোনও কড়া ব্যবস্থা নিতে পারছে না বলে অভিযোগ করছে বিরোধীরা। এর মাঝে দেখা গেল,উন্নাওয়ে একটি জন্মদিনের পার্টিতে তরবারি নিয়ে নাচানাচি করছে কিছু উন্মত্ত যুবক। গঙ্গাঘাট কোটওয়ালি এলাকায় অস্ত্র হাতে এই নাচ নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। কারণ সেই ছবি ক্যামেরায় ধরা পড়েছে।

৩৫ সেকেন্ডের সেই ভিডিয়ো দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। ২০জনের বেশি যুবক এভাবে মেতে ওঠে। কিভাবে এতগুলো যুবক তরবারি নিয়ে উল্লাস করার সুযোগ পেল? কেন পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে তা নিয়েও অনেকেই প্রশ্ন তুলছে। উন্নাওয়ের প্রবীণ পুলিশ আধিকারিক, সোনাম সিং জানিয়েছেন এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে।গঙ্গাঘাট কোটওয়ালি থানার পুলিশকে সঠিক তদন্ত করে দোষীদের চিহ্নিত করতে বলা হয়েছে।

এখন পুলিশ চিহ্নিত করার কাজে নেমেছে বলে জানা গেছে। যেভাবে উত্সব-অনুষ্ঠানে কোনও কারণ ছাড়াই বেআইনি অস্ত্র নিয়ে কিছু ব্যক্তি প্রকাশ্যে দাপট দেখাচ্ছে তাতে শঙ্কিত উত্তরপ্রদেশের সাধারণ মানুষ। যোগী প্রশাসন দাবি করে দুষ্কৃতী দমনে তারা কঠোর পদক্ষেপ করছে।অথচ এখন দেখা যাচ্ছে,আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এইসব যুবক তরবারি হাতে তারস্বরে চটুল গানের সঙ্গে নাচার সাহস দেখাচ্ছে। বিরোধীরা বলছে,আসলে নিষ্ক্রিয় প্রশাসনের সুযোগ নিয়ে অনেকেই এই আইন বিরুদ্ধ কাজ করার দুঃসাহস দেখাতে পারছে।

Related Articles