
The trtuth of Bengal: চতুর্থ ক্রিকেট স্টেডিয়াম পেতে চলেছে মুম্বাই। ঠাণে জেলার তৈরি হবে নতুন স্টেডিয়াম। ওয়াংখেড়ে, ব্রেবোন ও ডি ওয়াই পাতিলের পরে আরো একটি স্টেডিয়াম তৈরির পরিকল্পনা মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের। দর্শক বসার আসন সংখ্যা করা হবে একলক্ষ। অন্যদিকে আমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দর্শক আসন সংখ্যা ১ লক্ষ ৩০ হাজার।ওয়াংখেড়ে স্টেডিয়ামে থেকে ৬৮ কিলোমিটার দূরে তৈরি হবে নয়া এই স্টেডিয়াম। জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হলে শুরু হবে পঞ্চাশ একর জমিতে স্টেডিয়াম নির্মাণের কাজ। মহারাষ্ট্র রাজ্য সড়ক ও মহারাষ্ট্র সরকারের অনুমতি মিললে ই শুরু হবে কাজ।
গত মাসে মুম্বাই ক্রিকেট সংস্থার সভাপতি প্রয়াত হয়েছেন। মুম্বাইয়ে এই স্টেডিয়াম তার স্বপ্ন ছিল। মুম্বাই ক্রিকেট এসোসিয়েশন সেই স্বপ্ন পূরণ করার পরিকল্পনা নিয়েছে। মহারাষ্ট্রের বিধানসভায় ক্রিকেটারদের সংবর্ধনা অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী জানিয়েছিলেন মুম্বাইয়ে একটি ক্রিকেট স্টেডিয়ামের দরকার। এই স্টেডিয়ামের কথাই জানিয়েছিলেন বলে সূত্রের খবর। মুম্বাইয়ে যে তিনটি স্টেডিয়াম আছে সেখানে কোথাই পঞ্চাশ হাজারের বেশি দর্শক আসন নেই। দর্শক আসনের ভিত্তিতে পরিসংখ্যান বলছে বর্তমানে আমদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়াম ে সব থেকে বেশি দর্শক আসন রয়েছে। ১ লক্ষ আসন বিশিষ্ট মুম্বাইয়ের এই স্টেডিয়াম হলে, তা দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম হিসেবেই পরিচিতি পাবে।