বর্ষায় বেহাল গ্রামের রাস্তা, রাস্তা পুনর্গঠনে জোর প্রশাসনের
The administration's emphasis on road reconstruction

The Truth of Bengal: বর্ষার বৃষ্টিতে জলের তলায় রাস্তা। বাঁশের সাঁকো তৈরি করেও যাতায়াত করা যাচ্ছে না।তাই সরু পিলার দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন উঃদিনাজপুরের রামগঞ্জ ১ নম্বর প়ঞ্চায়েতের কদমগাছি সহ প্রায় ৪টি গ্রামের বাসিন্দারা। পিলার জলের স্রোতে ভেসে যাওয়ায় মহাফাঁপরে পড়েছেন গ্রামের মানুষ। পঞ্চায়েতের সদস্য এই দুরাবস্থা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
কেন্দ্র বরাদ্দ আটকালেও উন্নয়নের রাস্তা তৈরি করে চলেছে রাজ্য সরকার। পথশ্রী প্রকল্পে রাস্তা নির্মাণ বা সংস্কারের কাজ হয়েছে নির্দিষ্ট সময়েই। প্রায় ১২হাজার কিলোমিটার রাস্তা তৈরির কাজ সম্পন্ন হয়েছে। তার মাঝে প্রকৃতির খামখেয়ালিপনায় রাস্তার বেহাল দশা বেআব্রু হয়েছে।বিশেষ করে বর্ষা এলেই বেহাল হয়ে পড়ছে বহু রাস্তা। জলের তলায় চলে যায় চলাচলের এই পথ। প্রশাসন কালভার্ট করে দিলেও তাতে সুরাহা হয়নি। কালভার্ট ছাপিয়ে জল বইছে। পুকুরের জল রাস্তার ওপর উঠে যাওয়ায় জলযন্ত্রণা চরমে পৌঁছেছে। ফিবছর এই সমস্যার মুখে পড়তে হয় উঃদিনাজপুরের রামগঞ্জ ১ নম্বর পঞ্চায়েতের কদমগাছি সহ প্রায় ৪টি গ্রামের বাসিন্দাদের। প্রায় ৭-৮বছর ধরে জমা জল ঠেলে রাস্তা দিয়ে যেতে হচ্ছে এই এলাকার মানুষকে।যারজন্য ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। কৃষকদেরও মাথায় চাষের জিনিস নিয়ে যেতে হচ্ছে।তাই কালভার্ট করে দিলে সমস্যা মিটতে পারে বলে কৃষকরা মনে করছেন।
এর আগে পথশ্রী ১, পথশ্রী-রাস্তাশ্রী এবং পথশ্রী-৩ প্রকল্প রূপায়ণ করেছে রাজ্য পঞ্চায়েত দপ্তর। পথশ্রী-৩ প্রকল্পের আওতায় ৩৪৭৫.৪১ কোটি টাকা ব্যয়ে ১১ হাজার ৮৮৫ কিলোমিটার রাস্তা তৈরির কাজ অনুমোদিত হয়েছে। এই কাজ অনেকটা এগিয়েও গিয়েছে। তবে নির্বাচনের কারণে যেসব জায়গায় রাস্তা তৈরির কাজ শেষ করা যায়নি।এবার ভোট মেটার পর পঞ্চায়েত উঁচু রাস্তা তৈরির কাজে এগিয়ে আসতে চায়।
গ্রামপঞ্চায়েতের সদস্য বলছেন, নীচু রাস্তার জন্য এই চারটি গ্রামের মানুষের হাঁটাচলা করা বেশ মুশকিলের হয়ে উঠেছে।বর্ষার মাঝে রাস্তার বেহাল অবস্থা নিয়ে মানুষের মধ্যে ক্ষোভও অসন্তোষ চরমে পৌঁছেছে। এই অবস্থায় রাস্তার পুনর্গঠনে প্রশাসন আগামীদিনে কাজে হাত দিতে চায় বলে আশ্বাস দিয়েছে।