শোচনীয় পরাজয়, ঋষি সুনককে বিশেষ বার্তায় সান্ত্বনা রাহুল গান্ধির
Rahul Gandhi consoles Rishi Sunak with special message

The Truth of Bengal: ব্রিটেনে পালা বদল হয়েছে। সাধারণ নির্বাচনে জয়জয়কার লেবার পার্টির। ৬৫০ আসনের মধ্যে ৪০০-র বেশি আসন পেয়েছে কিয়ের স্টার্মারের দল। শোচনীয় পরাজয় হয়েছে ক্ষমতাসীন দল কনজারভেটির পার্টি-র। ব্রিটেনের এই ফল নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে আলোচনা চলছে। এবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে চিঠি লিখে বিপুল ভোটে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। অন্য একটি চিঠিতে রাহুল কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাককে পরাজয়ের নিয়ে সমবেদনা জানিয়েছেন।
ঋষি সুনককে লেখা রাহুলের চিঠিটি কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়েছে। চিঠিতে রাহুল লেখেন, ‘জয় ও ব্যর্থতা দুটোই গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। আর আমাদের এই দুইকে সঙ্গে নিয়েই চলতে হবে। জন পরিষেবায় আপনার নিষ্ঠা ও মানুষের প্রতি দায়বদ্ধতা প্রশংসনীয়। আমি আত্মবিশ্বাসী, আপনি আপনার অভিজ্ঞতা থেকে জনজীবনে অবদান রেখে চলবেন।’
“Your dedication to public service and commitment to your people are commendable. I also deeply value the efforts you made to strengthen the ties between India and the UK during your term in office. I am confident you will continue to contribute to public life with your… pic.twitter.com/NNAsGQV7Jh
— Congress (@INCIndia) July 6, 2024
ব্রিটেনের নির্বাচনে সুনকের কনজারভেটির পার্টি-র ফল যে খারাপ হতে চলেছে, সেই আঁচ পাওয়া গিয়েছিল। ফলপ্রকাশ হতে দেখা যায়, শোচনীয় পরাজয় হয়েছে কনজারভেটির পার্টি-র। সুনকের দলের ঝুলিতে গিয়েছে ১২১টি আসন। লেবার পার্টি পেয়েছে ৪১১টি আসন। এই পরাজয়ে সুনককে বার্তা দিলেন ভারতের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। পরাজয় সম্পর্কে নিজের অভিজ্ঞটার কথাই তিনি কার্যত লেখেন ঋষি সুনককে।