খেলা

ট্রফি হাতে দেশে ফিরে নাচ রোহিতদের

Rohit dances back home with the trophy

The Truth of Bengal: বৃহস্পতিবার সকালে দিল্লি বিমানবন্দরে পৌঁছায় বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দল। সংবর্ধনা জানাতে উপস্থিত ছিলেন বিসিএস এর প্রেসিডেন্ট জয় শাহা সহ অগণিত ভক্তরা। হোটেলে পৌঁছে তাল মিলিয়েন নাচেন অধিনায়ক রোহিত শর্মা, সূর্য কুমার যাদবরা। গোটা দিন জুড়েই নানান অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা জানানো হয় ভারতীয় দলকে। ট্রফি হাতে দেশে ফিরেছেন ভারতীয় ক্রিকেট দল। চ্যাম্পিয়ন হয়ে দেশের জার্সিতে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। আইসিসি ট্রফির খড়া কাটিয়ে খোশ মেজাজে রোহিত বাহিনী। জয়ের পর খারাপ আবহাওয়ার কারণে দেশে পৌঁছতে দেরি হয় চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়াকে। বিশেষ বিমানে করে বৃহস্পতিবার ভোরে দিল্লি পৌঁছায় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দল।

গত কয়েক বছরে বিরাট কোহলির নেতৃত্বে নানান ইতিহাস তৈরি করেছে ভারতীয় দল। আইসিসি ট্রফির আক্ষেপ নিচ্ছিল না। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ কিনবা ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ বড় টুর্নামেন্টে হার স্বীকার করতে হয় ভারতীয় দলকে। অবশেষে টি-টোয়েন্টিতে বিশ্বজয়। বৃহস্পতিবার সকালে দিল্লির বিমানবন্দরের চ্যাম্পিয়ন্স দল কে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন হাজার হাজার সমর্থক। রোহিত শর্মার হাতে ফুলের বুকে তুলে দেন বিসিসিআইয়ের প্রেসিডেন্ট জয় শাহা। টিম ইন্ডিয়া হোটেলে  পৌঁছতে তাদের স্বাগত জানানো হয়। তাল মিলিয়েন নাচেন অধিনায়ক রোহিত শর্মা, সূর্য কুমার যাদবরা। গোটা দিন জুড়েই নানান অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা জানানো হয় ভারতীয় দলকে। বিসিসিআইয়ের তরফ থেকে রোহিতদের উল্লাসের একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছে। ভিডিওতে ট্রফি হাতে টিম বাসে ধরা দিলেন রোহিতরা।

Related Articles