ব্যবসা

Budget 2024: আসন্ন বাজেটে বাড়তে পারে বেতনভোগী ব্যক্তিদের স্ট্যান্ডার্ড ডিডাকশন, হতে পারে দ্বিগুন

Budget 2024: The standard deduction for salaried individuals may increase, possibly double, in the upcoming budget

The Truth Of Bengal :  লোকসভা নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নির্বাচন পর্ব মিটে যাওয়ার পর নরেন্দ্র মোদির নেতৃত্বে এনডিএ-৩ সরকার গঠিত হয়েছে। এবার পেশ হবে পূর্ণাঙ্গ বাজেট। দেশবাসীর জন্য একাধিক সুবিধা এবারের বাজেটে থাকতে পারে এমন আশা করছেন সাধারন মানুষ। পাশাপাশি বিভিন্ন সেক্টরের জন্য থাকবে নানান ঘোষণা।

বাজেটকে ঘিরে এখন থেকেই শুরু হয়েছে নানান চর্চা। বিভিন্ন মহলে বাজেট নিয়ে নানান সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। অর্থমন্ত্রী করদাতাদের জন্য কী সুবিধা ঘোষণা করতে পারেন সে সম্পর্কে অনেক প্রত্যাশা এবং জল্পনা রয়েছে। এরকম একটি প্রত্যাশিত সুবিধা হল স্ট্যান্ডার্ড ডিডাকশন সীমা বৃদ্ধি। বেতনভোগী ব্যক্তিদের জন্য প্রতি বছর ৪০ হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন ২০১৮ সালের বাজেটে পুনরায় চালু করা হয়। ১৯২০০ টাকা ভ্রমণ ভাতা এবং প্রতি বছর চিকিৎসা ছাড় বাবদ ১৫ হাজার টাকা ধরা ছিল। অন্তর্বর্তী বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশন সীমা বাড়িয়ে দেওয়া হয়। বর্ধিত স্ট্যান্ডার্ড ডিডাকশন হয় ৫০ হাজার টাকা। এবারের পূর্ণাঙ্গ বাজেটে এই টাকার পরিমাণ কী আরো বাড়বে? অর্থনৈতিক মহলে ধারণা নতুন সরকারের পক্ষ থেকে দ্বিগুণ করা হতে পারে স্ট্যান্ডার্ড ডিডাকশন। ১ লক্ষ টাকা পর্যন্ত করা হতে পারে।
স্ট্যান্ডার্ড ডিডাকশন কি?

বেতন উপার্জনকারী ব্যক্তিদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন হল একটি ফ্ল্যাট ডিডাকশন। আইটি বিভাগের কাছে কোনো প্রমাণ বা নথি জমা দেওয়ার প্রয়োজন হয় না্যস্ট্যান্ডার্ড ডিডাকশনের জন্য। বেতনের পরিমাণ অনুযায়ী সরকারি বা বেসরকারী সেক্টরে, সমস্ত কর্মচারীদের জন্য এই ছাড় পাওয়া যায়। এছাড়াও পেনশন থেকে আয়ের ক্ষেত্রেও স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যায়। তবে শর্ত থাকে। অবসর গ্রহণের পরে একজন ব্যক্তি যে পেনশন পান তা “বেতন থেকে আয়” শিরোনামে চার্জযোগ্য এবং এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশন অনুমোদিত। তবে যদি ব্যক্তির মৃত্যুর পর পেনশনের টাকা উপলব্ধ হন সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধা পাবেন না। স্ট্যান্ডার্ড ডিডাকশন বার্ষিক ১ লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো যেতে পারে। স্ট্যান্ডার্ড ডিডাকশনকে আরও উপকারী করতে এবং করদাতাদের একটি উল্লেখযোগ্য পরিমাণ সঞ্চয় করতে সাহায্য করার জন্য, সীমা বাড়ানো উচিত, মনে করছেন অর্থনীতির বিশেষজ্ঞরা।

Related Articles