রাজ্যের খবর
পূর্ব মেদিনীপুরের সৌলায় উল্টে গেল মৎস্যজীবীদের নৌকা
Fishermen's boat overturned in Soula, East Medinipur

The Truth Of Bengal : গত কয়েকদিন ধরে খারাপ আবহাওয়ার কারণে এবার উল্টে গেল মৎস্যজীবীদের নৌকা। নৌকা নিয়ে এই খারাপ আবহাওয়ার মাঝে মাছ ধরতে যাবার ওপর নিষেধাজ্ঞা ছিল। তবুও পূর্ব মেদিনীপুরের কয়েকজন মৎস্যজীবী মাছ ধরতে যাওয়ায় ঘটে-বিপত্তি। এখনো পর্যন্ত ছয় জনের নিখোঁজ হয়ে যাওয়ার খবর মিলছে। যে ৬ জন নিখোঁজ তাদের খোঁজে চলছে তল্লাশি।
গত কয়েকদিন ধরেই উত্তাল সমুদ্র। চার জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। প্রশাসনের সেই নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সৌলায় মাছ ধরতে নেমেছিলেন কয়েকজন। নৌকাডুবিতে প্রত্যেকে তলিয়ে গেছেন। সে কারণে কোস্টাল থানায় খবরও দেওয়া হয়েছে । এখনো পর্যন্ত সন্ধান মেলেনি কারোর।