বাড়ির মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল প্রৌঢ় দম্পতির
Elderly couple tragically died due to electrocution inside their home

The Truth Of Bengal : পূর্ব বর্ধমান : মনিরুল ইসলাম : বাড়ির মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল প্রৌঢ় দম্পতির। দুর্ঘটনাটি ঘটেছে গুসকরা শহরের খয়রাপাড়া এলাকায়। মৃতদের নাম হারাধন খয়রা (৬০) ও ছায়া খয়রা (৫৩)। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দম্পতির ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। দম্পতির কাছে থাকতেন ১০ বছরের নাতি (মেয়ের ছেলে)। এদিন ঘটনার সময় নাতি বাইরে ছিল। বাড়িতে তখন দুজনেই ছিলেন। এক প্রতিবেশী বাড়িতে গিয়ে হারাধনকে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে বারান্দার দিকে নজর পড়লে দেখেন হারাধন মেঝেতে পড়ে রয়েছেন। ছায়াদেবী বারান্দার লোহার গ্রীলে হেলান দিয়ে রয়েছেন। কিন্তু সাড়াশব্দ নেই। তখনই ওই প্রতিবেশীর সন্দেহ হয়। তিনি একটি বাঁশের টুকরো দিয়ে গ্রীলের কাছে স্পর্শ করেন। অল্পমাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনিও। এরপর লোকজন ডেকে বিদ্যুৎ লাইন অফ করে দুজনকে উদ্ধার করে গুসকরা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।