ফুলে ফেঁপে ওঠা পাহাড়ি নদীতে আটকে পড়ল ছাত্র বোঝাই গাড়ি
A car loaded with students got stuck in the swollen mountain river

The Truth Of Bengal : কালিম্পং : স্কুল ছুটির পরে বাড়ি ফেরার সময় মাঝ পথে ফাগু নদিতে আটকে পড়ল ছাত্র- ছাত্রী বোঝাই গাড়ি। ঘটনাটি ঘটেছে ফাগু নদির পাড়ে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।
জানা গেছে, প্রতিদিনের মতো যুদ্ধবীর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ২৫ থেকে ৩০ জন ছাত্রছাত্রী গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। সে সময় পাহাড়ি ফাগু নদি পার হওয়ার সময় মাঝ রাস্তায় আটকে পড়ল ছাত্র বোঝাই গাড়িটি। ঘটনাটি ঘটেছে কালিম্পং জেলার অন্তর্গত গরুবাথান ব্লকের পোখরেবুং গ্ৰাম পঞ্চায়েতের ফাসীটার বস্তি এলাকায়। একদিকে আচমকা যখন নদীতে জল বাড়ছে এবং অন্যদিকে মাঝ নদীতে গাড়িটি আটকে পড়ায় মুহূর্তে কিছুটা আতঙ্ক ছড়ায়। এরপর নদীর পাশ্ববর্তী এলাকায় থাকা অন্যান্য গাড়ির চালক ও স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি গাড়িতে থাকা ছাত্র ছাত্রীদের উদ্ধার করে নদী তীরবর্তী এলাকায় নিয়ে আসে। পরবর্তীতে জল কমলে গাড়িটিকেও টেনে ডাঙায় তোলা হয়। তবে বলা যায় স্থানীয় বাসিন্দা এবং অন্যান্য গাড়িচালকদের তৎপরতায় বড়সড়ো দুর্ঘটনা থেকে রেহাই মিলেছে।