কলকাতা
নিউটাউনে ডিভাইডারে ধাক্কা গাড়ির, গুরুতর জখম ২
Car hits divider in Newtown, 2 seriously injured

The Truth Of Bengal : সাতসকালে দুর্ঘটনা নিউটাউনে। দ্রুত গতিতে চলা একটি গাড়ি ধাক্কা মারে ডিভাইডারে। এয়ারপোর্টের দিক থেকে গাড়িটি আসছিল সল্টলেকের দিকে। সেই সময় চালক ও নিয়ন্ত্রণ হারালে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে। গুরুতর জখম হন ওই গাড়ির দুই আরোহী।
তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় নিউটাউন থানার পুলিশ। গাড়িটিকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে গাড়িটি ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে চলার কারণেই নিয়ন্ত্রণ হারায়। চালক মদ্যপ অবস্থায় ছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের। দুর্ঘটনার মামলা রুজু হয়েছে।