পাচারের আগে ৪৯টি মহিষ সহ একজনকে গ্রেফতার করল বিধাননগর থানার পুলিশ
Bidhannagar police arrested one person along with 49 buffaloes before smuggling

The Truth Of Bengal : শিলিগুড়ি : বিশ্বজিৎ সরকার : ফের একবার বড়সড় সাফল্য পেল পুলিশ। শনিবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকের মতিধর এলাকায় অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ। এরপর সেখানে একটি কন্টেনার আটক করে। তল্লাশি চালাতেই উদ্ধার হয় মহিষ। এই ঘটনায় একজনকে গ্রেফতার করে বিধাননগর থানার পুলিশ।
ধৃতের নাম জুনেদ(২১)। সে উত্তরপ্রদেশের বাসিন্দা। বিধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কন্টেনার থেকে ৪৯ টি মহিষ উদ্ধার হয়েছে। এবং উদ্ধার হওয়া মহিষ বিহার থেকে আসাম হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। শনিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে, মহিষ ও গরু পাচারের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে। চলতি মাসের গত তিন দিন অভিযান চালিয়ে এখনো পর্যন্ত ১৭৮টি মহিষ উদ্ধার হয়েছে। এবং গ্রেফতার হয়েছে বেশ কয়েকজন। তবে এর আসল মাথার খোঁজ শুরু করেছে বিধান নগর থানার পুলিশ।