দেশ
Trending

অসুস্থ হওয়ার পরই অনশন প্রত্যাহার অতিশী মারলেনার, কেমন আছেন দিল্লির জলমন্ত্রী?

Atishi Marlener called off the hunger strike after being ill, how is Delhi's water minister?

The Truth Of Bengal: অবশেষে অনশন প্রত্যাহার করলেন দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির নেত্রী অতিশী মারলেনা। টানা চার দিন চলে তাঁর অনশন । চার দিনের মাথায় অসুস্থ হয়ে পড়েন তিনি । তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয় মন্ত্রীকে। বর্তমানে দিল্লির লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে কার্যত অনশন শেষ করার সিদ্ধান্ত নিলেন মন্ত্রী। এমনই জানালেন রাজ্যসভার সাংসদ তথা আপ নেতা সঞ্জয় সিংহ।

প্রবল গরমে জলসঙ্কট। দিনের পর দিন ভুগছে দিল্লিবাসী। জল নিয়ে হাহাকারের ছবিও দেখা গিয়েছে । কার্যত প্রতিবেশী রাজ্য হরিয়ানা থেকে বাড়তি জল চেয়ে ২১ জুন থেকে অনশনে বসেছিলেন দিল্লির জলমন্ত্রী। কিন্তু চারদিনের মাথায় অসুস্থ হয়ে পড়ায় অনশন প্রত্যাহার করতে বাধ্য হন তিনি। মঙ্গলবার সকালে হাসপাতালে ভর্তি করা হয় অতিশী মারলেনাকে।

হাসপাতাল সূত্রে খবর, মন্ত্রীর শরীরে শর্করার মাত্রা হ্রাস পেয়েছে। এই মুহূর্তে আইসিইউতে রেখে চিকিৎসা চলছে তাঁর। আতিশীর আন্দোলনকে স্বাগত জানিয়েছিলেন জেলবন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। তবে এদিন অসুস্থতার কারণে অনশন তুলে নিলেও আপের তরফ থেকে এই আন্দোলন অব্যাহত থাকবে বলে জানা যায় ।

Related Articles