একটানা প্রবল বৃষ্টিতে সিকিমের একাধিক জায়গায় ধস, বিপর্যস্ত জনজীবন
Continual heavy rains caused landslides in several places in Sikkim, disrupting people's lives

The Truth Of Bengal : সিকিমে বিপর্যয়। এক নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত সিকিমের জনজীবন। লাগাতার বৃষ্টির জেরে একের পর এক ধস নামছে। একটানা প্রবল বৃষ্টির কারণে সিকিমে একাধিক জায়গায় ধস। যার কারণে সিকিমের বিভিন্ন এলাকায় রাস্তা ধষে গিয়েছে। বলাই চলে বৃষ্টিতে ধ্বসে বিধ্বস্ত সিকিম। তবে সিকিমের ধস বিধ্বস্ত এলাকায় প্রবল খরস্রোতা নদীর উপর ১৫০ ফুট লম্বা সাসপেনশন ব্রিজ তৈরি করছেন ভারতীয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়াররা। জীবনের ঝুঁকি নিয়ে সেনাবাহিনীর জাওয়ারা তৈরি করছে সাসপেনশন ব্রিজ। মনে করার চেয়ে সাসপেনশন ব্রিজ তৈরি হলে কিছুটা হলেও সাধারণ মানুষ থেকে শুরু করে যারা পর্যটক রয়েছে তারা যাতায়াত করতে পারবে এই ব্রিজ দিয়ে।
একটানা বৃষ্টিতে তছনছ সিকিম! pic.twitter.com/S2HOhmWf97
— TOB DIGITAL (@DigitalTob) June 24, 2024
কিছুদিন আগে সিকিমের মংগন এলাকায় হড়পা বানে একাধিক জনের ভেসে যাওয়ার খবর মিলেছিল। টানা বৃষ্টির জেরে একের পর এক রাস্তা ধসে গিয়েছিল। ধসের জেরে বহু বাড়ি ধসে যাওয়ায় মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছিল একাধিক জনের। আহতও হয়েছিল বহু মানুষ। লাচুং ও চুংথাং-এ আটকে পড়েছিল প্রায় ২০০০ পর্যটক। আবহাওয়ার সামান্য উন্নতি হলে বিমানে করে বা সড়কপথে তাঁদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল।