খেলা

মরশুমের প্রথম ডার্বি কলকাতায়, উত্তেজনায় মাতবে শহরবাসী

With the first derby of the season in Kolkata, the city is buzzing with excitement

The Truth Of Bengal :  ফের ডার্বির উত্তেজনায় মাতবে শহরবাসী। কারণ আগামী ১৩ জুলাই মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল – মোহনবাগান । কলকাতা লিগের ডার্বি। তবে ম্যাচের ভেন্যু এবং সময় এখনও জানা যায়নি। গরমের উত্তাপ যতই থাকুক না কেন বাঙালির সঙ্গে ফুটবল যেন রক্তের মধ্যে মিশে রয়েছে। ফুটবল যদি হয় মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের তা বাড়তি উন্মাদনার হয়ে ওঠে। উত্তেজনায় টগবগ করে ফুটতে থাকে মহানগর।

কলকাতা প্রিমিয়ার লিগে ২৫ জুন প্রথম মহামেডান খেলতে নামবে উয়াড়ির বিরুদ্ধে। কলকাতার দুই প্রধানের মধ্যে সবুজ মেরুন ব্রিগেড ২৮ জুন নামছে । ৩০ জুন নামবে ইস্টবেঙ্গল। কলকাতা লিগে এবার অনেক চমক থাকবে, ওই দিন কলকাতার সব রাস্তা তখন মিলে মিশে একাকার হয়ে যাবে । ময়দানে ফুটবলের  ডার্বি মানে আলাদা উত্তেজনা,  উন্মাদনা। সঙ্গে নানানরকম স্লোগান । উত্তেজনা যেমন থাকে খেলোয়াড়দের মধ্যে উত্তেজনার পারদ লক্ষ্য করা যায় সমর্থকদের মধ্যেও। এবার সেই ডার্বি হতে চলেছে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মধ্যে। ২৫ জুন থেকে এই প্রিমিয়ার লিগের বল গড়াতে শুরু করবে । ওই দিন জমকালো ভাবে উদ্বোধন হবে ম্যাচ।‌ উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড তারকাদের উপস্থিতি থাকবে বলেই জানা গেছে।