সাংবাদিক হওয়ার স্বপ্ন পূরণ হল না,পথেই প্রাণ গেল চুঁচুড়ার তরুণীর
The dream of becoming a journalist was not fulfilled, the young girl died on the way

The Truth of Bengal: এক রাশ আশা নিয়ে চুঁচুড়া থেকে কলকাতায় এসেছিলেন তরুণী। ভেবেছিলেন সাংবাদিকতা কোর্সের পড়াশোনা শেষ করে সাংবাদিক হবেন।এর মধ্যে সাংবাদিকতায় স্নাতকোত্তর পাশ করার পর নিউটাউনের একটি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করছিলেন তিনি। প্রতিদিন হুগলির জেলা শহর থেকে নিউটাউনে আসা যাওয়া করতেন বছর ২২-র প্রিয়সী পাল। কিন্তু অ্যাপ নির্ভর গাড়িতে চেপে বাঁধে বিপত্তি।বেপরোয়া বাইকে চাপায় তিনি পড়ে যান,ছিঁড়ে যায় ঘাড়ের শিরা। তাতেই এই তরতাজা তরুণীর বেঘোরে প্রাণ যায় বলে জানা যাচ্ছে।
মৃতার মা মৌসুমী পাল জানান, শনিবার দুপুরে বাড়ি থেকে বেরিয়েছিলেন তাঁর মেয়ে প্রিয়াসী। প্রথমে ট্রেন ধরে হাওড়ায়। সেখান থেকে অ্যাপ বাইকে করে নিউটাউনের ওই প্রতিষ্ঠানে গিয়েছিলেন। সন্ধ্যা তখন পৌনে ৭টা। একটি অচেনা নম্বর থেকে ফোন পান তিনি। ফোনের ও প্রান্ত থেকে জানানো হয় দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর মেয়ে। পরে নিউ টাউনের একটি বেসরকারি হাসপাতাল থেকে ফোন পান তিনি।
তড়িঘড়ি হাসপাতালের দিকে রওনা হন। কিন্তু তত ক্ষণে মৃত্যু হয়েছে মেয়ের। প্রিয়সীর পরিবারের দাবি, বেপরোয়া গতিতে বাইক চালানোর জন্য এই অকাল মৃত্যু। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সাংবাদিকতার ছাত্রীর অকালমৃত্যুতে শোকস্তব্ধ চুঁচুড়ার পল্লিশ্রীর এলাকাবাসী।২২বছরের তরুণী ভেবেছিলেন সাংবাদিক হয়ে কিছু করবেন।সমাজের জন্যও কিছু করার লড়াই চালিয়ে যান তিনি। কিন্তু অ্যাপ-বাইকের এই বেপরোয়া দাপাদাপিতে একজন উদীয়মান সাংবাদিকের জীবনে দাঁড়ি পড়ায় তাঁর বন্ধুরাও শোকাচ্ছন্ন।