গ্রিন কার্ড নিয়ে বড় ঘোষণা, ভোটের আগেই ভোলবদল ডোনাল্ড ট্রাম্পের
Donald Trump's big announcement about green card, change before the vote

The Truth of Bengal: নভেম্বরে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন।সেই নির্বাচনের আগে গ্রিনকার্ড নিয়ে সুর নরম করলেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পের ঘোষণা,মার্কিন কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করা পড়ুয়ারা এই গ্রিনকার্ডের অধিকারী হবে।এতে আশার আলো দেখছেন ভারতীয়রা,আশা হয়রানি কমবে। এবছর নভেম্বরেই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের হাইপ্রোফাইল প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পও অংশ নিচ্ছেন। ফলে এবার ডো বাইডেনের সঙ্গে ট্রাম্পের কড়া টক্কর হবে বলে সেদেশের রাজনৈতিক মহল মনে করছে,ট্রাম্প আবার ক্ষমতায় ফিরতে পারেন। প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প এবার গ্রিনকার্ড নিয়ে সুর নরম করলেন। মার্কিন কলেজ থেকে স্নাতক স্তর উত্তীর্ণরা অনায়াসে গ্রিনকার্ড পেয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন ট্রাম্প।
যার ফলে ভারতীয় পড়ুয়ারা সব থেকে উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে ।কারণ উচ্চ শিক্ষা লাভে আগ্রহী ভারতীয় ছাত্ররা সবার আগে মার্কিন মুলুককেই বেছে নেন। কিন্তু কড়া অভিবাসন আইন থাকায় অনেক পড়ুয়া এই উন্নত দেশে পড়াশোনা করার সুযোগ থেকে বঞ্চিত হন।আবেদন করলেও মেলে না স্থায়ীভাবে থাকার অনুমতি পত্র।যার জন্য তাঁদের হয়রানির মুখে পড়তে হয়। এর আগে ট্রাম্প বেআইনি অভিবাসীদের কটাক্ষ করেন বারবার।তাঁর মতে,অভিবাসীরা নাকি মানুষই নন। তবে এবার সুর নরম করে ট্রাম্প জানিয়েছেন, মেধা ভিত্তিক গ্রিনকার্ড ইস্যু করলে তাঁর কোনও আপত্তি নেই।
বৈধভাবে যদি চিনের মতোই ভারতীয় পড়ুয়ারাও গ্রিনকার্ড পায় তাহলে আর যে হয়রানির মুখে পড়তে হবে না বলাই যায। এর মধ্যে বহু মেধাবী পড়ুয়া হার্ভার্ড,এমআইটির মতো সম্ভ্রান্ত প্রতিষ্ঠানের প্রবেশিকা পরীক্ষায় জায়গা পেলেও পড়াশোনা করতে পারেননি।কারণ তাঁদের পথে কাঁটা ছিল অভিবাসন আইন। মার্কিন পরিসংখ্যান বলছে, ২০২২-২৩ অর্থবর্ষে আমেরিকায় বিদেশী পড়ুয়ার সংখ্যা ১০লক্ষের বেশি।আগামীদিনে গ্রিনকার্ড পেলে আরও বেদিশী পড়ুয়া এই উন্নত দেশে পড়াশোনার সুযোগ পাবেন। তাই সব মিলিয়ে বলা যায়, গ্রিনকার্ড দেওয়ার নীতি কার্যকল হলে ভারতীয় পড়ুয়াদের ভবিষ্যতে তাঁদের দিন বদলের স্বপ্ন পূরণ করতে পারবেন অনায়াসেই।